ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২৩
সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
সিলেট নগরীর শিবগঞ্জ লাকড়িপাড়া রংধনু আবাসিক এলাকা নিবাসী অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ,সরকারের আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম-সচিব এবং শিবগঞ্জ বাজার জামে মসজিদও শিবগঞ্জ আকবরী জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ শমসের আলী (সুজা) গত ১৯ নভেম্বর রাত পৌনে নয়টার দিকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। মৃত্যুকালে তিনি সহধর্মিনী, যুক্তরাষ্ট্রে প্রবাসী ২ বোন সহ আতœীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মোঃ শমসের আলীর পিতা ছিলেন ৫নং টুলটিকর ইউনিয়নের সাবেব ৫ বারের ও প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যন আজহর আলী টেপু মিয়া। শমসের আলী ছিলেন সাবেক মন্ত্রী মরহুম দেওয়ান ফরিদ গাজীর ভাগনা। মরহুমের নামাজে জানাজা আজ সোমবার বাদ জোহর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী (রহ.) মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। শমসের আলীর জানাজার নামাজে শ্রেণী পেশার মানুষ সিলেট নগরীসহ বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। পরে দরগাহ-ই- হযরত শাহজালাল রহ. গোরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech