ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:০৯ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২২
জীবনে চলার পথে আছে নানা ঘাত-প্রতিঘাত ও প্রতিবন্ধকতা কেবল দৃঢ় মনোবল আর জানার অদম্য তৃঞ্চা দিয়েছে তাকে বিজয়মালা। ঘর সংসার সর্বোপরি সামাজিক প্রতিবন্ধকতার লড়াইয়ে অনুপ্রেরণার দৃষ্টান্ত সিলেটের নারী নেত্রী সুফিয়া ইকবাল। পুরো নাম সুফিয়া ইকবাল খান। সফল নারী উদ্যোক্তা। পাশাপাশি তিনি অসহায় মানুষের কল্যাণে নিজের অবস্থান থেকে সামথ্যনুযায়ী করোনাকালীন থেকে শুরু করে ২০২২ সালের স্বরণকালের বন্যায় বন্যার্ত অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ প্রদান করে করেছেন। সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রত্যন্তঞ্চলে তিনি মানবতার ফেরিওয়ালা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেন। একজন দক্ষ নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সুফিয়া ইকবাল খান প্রায় ১শ’টি বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করেছেন। সিলেটের নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক এম ইজাজুল হক ইজাজ এর সাথে একান্ত সাক্ষাতে সুফিয়া ইকবাল খান বলেন পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর’। নারী ও পুরুষকে এভাবেই দেখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বর্তমানে নারীরা কোনো কাজেই পিছিয়ে নেই। তারা তাদের নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। ঘরে বাইরে সব পেশায় নিজেদের নিয়োজিত করছে। সামাজিক ব্যবস্থায় নারীরা এখনো পিছিয়ে রয়েছে। ক্ষেত্র বিশেষে নারীরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছেন না। ইচ্ছে আছে নারীদের কল্যাণে, সহায়তায় ও প্রতিষ্ঠিত করতে কাজ করার। নিজের আতœকর্মস্থানের নকশী বাংলার প্রতিষ্ঠানের মাধ্যমে সহ¯্রাধিক নারীকে কর্মসংস্থানের সুযোগ করতে পেরেছি। সমাজের পিছিয়ে পড়া, অবহেলিত, নির্যাতিত নারীদের নিয়ে সমাজ বিনির্মাণে কাজ করতে চাই। তাদের স্বাবলম্বী করতে চাই। আর এই উদ্দেশ্য নিয়েই আমার এই পথচলা অব্যাহত থাকবে। তিনি আওয়ামী পরিবার থেকে বেড়ে উঠা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে আওয়ামীলীগের রাজনীতি করেন। তিনি সিলেট মহানগর যুব মহিলালীগের সিনিয়র সদস্য দায়িত্বে আছেন।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech