ঢাকা ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:০১ পূর্বাহ্ণ, মে ১২, ২০২১
সিলেটৈর নিউজ টুয়েন্টিফোরঃ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এবং ম্যান ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ আবুল ফজল সিলেট তথা সমগ্র দেশ বাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, সারা বিশ্বব্যাপী এবার এক অবর্ণনীয় পরিস্থিতির মধ্য দিয়ে পবিত্র সিয়াম পালন করেছে । এবারের ঈদে অনেকের ঘরেই থাকছেনা ঈদ উৎসবের আমেজ। কারণ, মরণঘাতী করোনা ভাইরাসের হানায় অনেকেই স্বজন হারিয়েছেন। নানাভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর এক মাস সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। পবিত্র রমযান মাসেই নাযিল হয়েছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন। রমযানের দাবি হলো তাকওয়াবান সুনাগরিক তৈরী ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন ঈদুল ফিতরের প্রত্যয় হলো সকল ভেদাভেদ ভুলে সবাই পর¯পরের আপন থেকে আরো আপন হয়ে যাওয়া। এর মাধ্যমে সামাজিক ও ভ্রাতৃত্বভোধের বন্ধন অটুট ও সুদৃঢ় হয়। ঈদুল ফিতরের এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত রাখতে হবে। পবিত্র ঈদ-উল-ফিতর বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা। পবিত্র ঈদুল ফিতরের মহান আদর্শ ও শিক্ষাকে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলিত করার মাধ্যমে দেশ, জাতি ও রাষ্ট্রের সর্বোত্তম কল্যান সাধিত হবে। সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক। প্রেস-বিজ্ঞপ্তি।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech