করোনাক্রান্ত মিরাবাজার মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক একে আজাদ চৌধুরী

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১

করোনাক্রান্ত মিরাবাজার মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক একে আজাদ চৌধুরী

সিলেটের নিউজ২৪ঃ
করোনাভাইরাসে আক্রান্ত হলেন সিলেট মিরাবাজার স্কুলের সহকারী প্রধান শিক্ষক একে আজাদ চৌধুরী। একে আজাদ চৌধুরী করোনাক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে নিজ বাসার একটি ঘরে আইসোলেশনে ছিলেন।
গত বুধবার (২৭ জানুয়ারী) গুরুতরবস্থায় শহীদ সামসু্িদ্দন হাসপাতালে ভর্তি হন। অবস্থা সংকটাপন্ন ছিল আজ শুক্রবার ফোনালাপে জানান তিনি কিছুটা সুস্থ। সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাস করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।’
প্রায় একযুগ ধরে নিরলস আন্তরিকার সহিত দায়িত্ব পালন করে গেছেন মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক একে আজাদ চৌধুরী। একজন স্বনামধন্য শিক্ষক মিরাবাজার মডেল স্কুলকে এগিয়ে নিতে তাঁর রয়েছে অসামান্য অবদান রয়েছে। আশু রোগমুক্তি কামনায় তিনি সবার কাছে দোয়া প্রার্থী।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares