ঢাকা ১৬ই মে, ২০২২ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৩ হিজরি
প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২০
সিলেটের নিউাজ টুয়েন্টিফোর ডট কমঃ
আওয়ামী হকার্সলীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পলিত হয়েছে। শাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব রেখে ¯শুক্রবার বিকেলে সুরমা মার্কেট কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। সিলেট মহানগর
শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল এবং এর আগে বাদ জুমআ জর্জকোর্ট মসজিদে তাঁর দ্রুত স্স্থুতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আহবায়ক আব্দুর রকিব, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, জানে আলম, মতিন্ আহমদ, আশিকুর রহমান, নজরুল ইসলাম, মো.রুকন আহমদ, হাছান আহমদ,মো.সাদিকুল, মো.রাসেদুল ইসলাম,আয়াত আলী, মো.জিহাদ মিয়া,মো জুয়েল আহমদ ও অর্জুন মজুমদার প্রমুখ।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech