ঢাকা ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২১
সিলেটের নিউজ২৪ঃ
সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন শ্রমিকদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারী শনিবার বিকেলে সিলেট জেলার শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল ইসলাম ফয়সল ও শাহপরাণ থানার শ্রমিকদলের আলী আহমদের উপস্থিতিতে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
আহবায়ক মো: আবুল কালাম, সদস্যরা হলেন মো:তারিকুল ইসলাম, মো:আফসর মিয়া, মো:জাকারিয়া, মো:শাহেদ মিয়া, মো:আলম মিয়া, মো:নাঈম হোসেন, মো:ইকবাল, মো:বশির,শান্ত দেব,আজমল,আব্দুল শহিদ,আলমগির,হোসাইন,সেবুল,রেজওয়ান,হান্নান,হান্নান(২)। প্রেস-বিজ্ঞপ্তি।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech