ঢাকা ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
সিলেট সদর জালালাবাদ থানা আওয়ামীলীগের প্রধান উপদেষ্টা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও লয়লা ইললামিয়া হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও নাদিরা বেগম ট্রাস্ট এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী স্বনামধন্য লেখক এম এ কুদ্দুছ বলেছেন, চারখাই ইউনিয়ন মানুষের জীবনমান উন্নয়নে গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোেিসয়শন ইউকে সবসময় থাকবে। অসহায় হতদরিদ্র মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করতে চাই। তবেই আমরা সাধারণ মানুষের ঘরে আমাদের সুফল পৌঁছে দিতে পারব। এতে চারখাই ইউনিয়ন দ্রুত আধুনিক ও উন্নত ইউনিয়ন্র হিসাবে গড়ে উঠবে। জন্মভৃমি মানুষকে ভালোবেসে আজীবন কাজ করতে চাই। শুধু তাই নয়, ছাত্র জীবন থেকে মানুষের উন্নয়নের কর্মকাণ্ডে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছি। এলাকার স্বার্থে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত আছি। চারখাই ইউনিয়ন মানুষের জীবনমান উন্নয়নে গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোেিসয়শন ইউকে সবসময় থাকবে। ১৬ নভেম্বর গ্রেটার চারখাই ডেভেলপমেন্ট এসোসিয়েশবন ইউ’কে চারখাই ইউনিয়ন উদ্যোগে আয়োজিরনত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech