ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২১
উত্তর বালুচর আল ইছলাহ বায়তুল জান্নাত মসজিদের পশ্চিমে বসবাসকারী মোঃ স্বপন মিয়া’র দায়ের করা চেক ডিজঅনার মামলার পৃথক পৃথক দুটি চেকের নোটিশ প্রদান করা হয়। ১ম চেক এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা, ২য় চেকে পঞ্চাশ হাজার টাকা দুই চেকে এক লক্ষ চুরনব্বই হাজার টাকা । চেকের রায় ঘোষণার পর থেকে আসামী জিল্লুল হক উরফে হেলাল মিয়া পলাতক রয়েছেন। তাঁর পিতার নাম মৃত আব্দুর রহিম চৌধুরী। আসামী উত্তর বালুচর আল ইছলা ১০৩ নং বাসার বসবাসবকারী।
নোটিশ বিবরণে জানা যায়, উল্লেখিত মামলার আসামী জিল্লুল হক হেলাল মিয়া স্বপন মিয়ার নিকট হইতে ইট বালু, খরিদ করিয়া উহার মৃল্য বাবত এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা প্রাপ্য হইলে আসামী মোঃ জিল্লুল হক উক্ত টাকার মধ্য হইতে গত ১৬/০৩/ ২০২১ ইং তারিখে এক লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা পূবালী ব্যাংক লিমিেিটড মহিলা কলেজ শাখা, সিলেট এর চেক নং- এ ৫৫০-এ ১২৬১৮৪৮ চেকটি প্রদান করেন। আসামীর প্রদত্ত চেকটি প্রাপ্ত হইয়া বাদী নগদায়নের জন্য বাদীর নিজ নামীয় সিটি ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখা সিলেট এর একাউন্টে জামা প্রদান করিলে ব্যাংক কতৃপক্ষ গত ০২/০৬/২০২১ ইং তারিখে চেকটি ডিজঅনার হয়। একজন বালুপাথর ব্যবাসয়ী।
বিবাদী প্রদত্ত চেকটি বাদী কর্তৃক ০২/০৬/২০২১ ইং তারিখে বিবাদীর একাউন্টে উপস্থাপন করলে প্রয়োজনীয় অর্থের অপর্যাপ্ততার কারণে চেকটি ডিজঅনার হয়। পরবর্তীতে বিবাদীর অনুরোধের ভিত্তিতে বাদী সর্বশেষ পূনরায় চেকটি নগদায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংকে উপস্থাপন করলে প্রতিবারই বিবাদীর একাউন্টে টাকা জমা না থাকায় চেকটি পূর্বের ন্যায় ফেরত আসে, অর্থাৎ ডিজঅনার হয়।
এরই পেক্ষিতে বাদী বাধ্য হয়ে বিগত ১৮জুলাই ২০২১ ইং তারিখে নিযুক্তিয় এডভোকেট দ্বারা ৩০ দিনের সময় দিয়ে বিবাদী জিল্লুল হকের নামে রেজিষ্ট্রারী ডাক যোগে লিগ্যাল নোটিশ পেরণ করেন। উল্লেখিত লিগ্যাল নোটিশের মেয়াদও শেষ হয়ে যায়। লিগ্যাল নোটিশের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবার পরেও বিবাদী এতে কর্ণপাত করেননি কিংবা প্রদত্ত চেকের টাকা পরিষোধ করতে কোন আগ্রহ দেখাননি।
এমতাবস্থায়,বাদীর দৃঢ় বিশ্বাস জন্মে যে, বিবাদী তার সমুদয় টাকা আতœসাৎ করতে যাচ্ছেন। এরই প্রেক্ষিতে বাদী বাধ্য হয়ে তার পাওনা টাকা উদ্ধারের নিমিত্তে আইনের আশ্রয় গ্রহণ করেন এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ১ম আদালত, সিলেট-এ মামলা দায়ের করেন। শাহপরাণ (রহঃ) সি.আর. মামলা নং ২১৭/২০২১ ইংরেজী।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech