ঢাকা ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
এলাকার রাস্তার সরকারীভাবে মাটি কাটার প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারার প্রতিবাদ করায় জুনাব আলীকে প্রাণনাশের হুমকি। গত ১৮ অক্টোবর বিকেলে কলকলিয়া বাজার এ ঘঠনার অভিযোগ পাওয়া যায় । এ ঘটনায় গত ১৯ অক্টোবার তিনি জগন্নাথপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন । জিডি সুত্রে জানা যায় বিবাদীরা অত্যন্ত উগ্র, দাঙ্গাবাজ, ভূমিখেকো লোক। সকল বিবাদীগণ শলা পরামর্শক্রমে একজোট হয়ে আমাদের এলাকার রাস্তার সরকারীভাবে মাটি কাটার প্রকল্পের টাকা ভাগ বাটোয়ারা করে। একটি অনলাইন টিভিতে আমি সাধারণ জনগন হিসেবে সাক্ষাতকার দেই । উক্ত সাক্ষাতকার দেওয়ায় আমাকে নানাভাতে ভয়ভীতি প্রদর্শন করা হয। জুনাব আলী ঘটনাস্থল কলকলিয়া বাজারে গেলে ১নং বিবাদী সহ বিবাদীগন অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকী দিয়ে বলে তাদের কথামত উক্ত সংবাদ প্রচার করা বন্ধ না করে সুযোগমত যেখানে পাইবে খুন খারাপি করিবে নতুবা যেকোন মিথ্যা মামলা মোকদ্দমা করে পাশিয়ে দেবে। জুনাব আলী আরও জিডিতে উল্লেখ করেন মফজুল মিয়া তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৭৪৩৯৩৭ তে ব্যবহৃত মোবাইল ফোন নাম্বার ০১৭৪২৫৩৪৫১২ তে কল করিলে কলটি রিসিভ করলে বিবাদী তাকে অকথ্য ও অল্লীল ভাষায় গালিগালাজ করে প্রাননাশের হুমকি দিয়ে বলে জানমালের চরম ক্ষয়কতি করবে। পরে নিরুপায় হয়ে জুনাব আলী স্বাক্ষীগণ সহ এলাকার গন্যমান্য লোকজনকে জানিয়ে থানায় অভিয়োগ করেন।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech