ঢাকা ২৭শে জুন, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ | ২৭শে জিলকদ, ১৪৪৩ হিজরি
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, মে ১৫, ২০২২
বিয়ানীবাজার পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করছেন মোঃ অজি উদ্দিন । তিনি নির্বাচনী মাঠে কাজ করছেন । আজ ১৬ মে নিজ অনুসারীদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করবেন তিনি। অজি উদ্দিন মুক্তিযোদ্ধা সন্তান সমাজসেবায় কাজ করার জন্য তিনি আগ্রহ প্রকাশ করছেন।
পৌরসভার মেয়র পদে প্রতিদ্বন্ধিতার জন্য তিনি অংশগ্রহন করছেন ।
অজি উদ্দিন বলেন আমার নির্বাচনে আশার কারণ হলো জনগণের মৌলিক অধিকার বাস্তবায়ন এবং দুনীতি মুক্ত পৌরসভা গড়ে তুলাই আামার প্রধান উদ্দেশ্য। আশা করি পৌরবাসী আমাকে ভোট দিয়ে তাদের অধিকার বাস্তবায়ন করার সুযোগ দিবেন। আমি পৌরবাসীর সহযোগিতা সহমমিতা ভালবাসা সবার কাছে দোয়া চাই।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech