ঢাকা ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
< বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক এমপি, সিলেট মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সৈয়দা জেবুন্নেছা হক বলেছেন নীনা চৌধুরী ছিলেন বিনয়ী, নিরহঙ্কারী ও সদালাপী। ক্ষমতার এত কাছাকাছি থেকেও তিনি কখনও দাম্ভিকতা দেখাননি। তিনি খুবই কর্মীবান্ধব ছিলেন। খুব সহজেই কর্মীদের আপন করে নিতে পারতেন। উঁচু মাপের মানুষ ছিলেন তিনি। নীনা চৌধুরী আমাদের মাঝে না থাকলেও তাঁর রেখে যাওয়া নীতি ও আদর্শ আমাদেরকে ভবিষ্যৎ চলার পথে শক্তি ও সাহস যোগাবে। বিশেষ করে নারী সমাজ তাঁর দেখানো পথ বেয়ে এগিয়ে যাবে উন্নতি ও অগ্রগতির পথে-এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি আরও বলেন, একারণেই মানবসেবার অদম্য বাসনাকেই অন্তরে ধারণ করে নিজেকে গড়ে তুলেছিলেন আমৃত্যু আওয়ামী লীগের নিবেদিতপ্রাণ নীনা চৌধুরী ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের একনিষ্ঠ কর্মী। তিনি সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে গেছেন। মরহুমা নীনা চৌধুরী ছিলেন সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের একজন পরিক্ষীত নেত্রী। তাঁর নেতৃত্ব ছিল আমাদের জন্য অনুকরণীয়। সিলেট জেলা মহিলা আওয়ামীলীগে এখনো তাঁর শূন্যতা অনুভব করে। তিনি ১২ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের সাবেক প্রশাসক প্রবীণ রাজনীতিবিদ আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান এর সহধর্মিনী সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নীনা চৌধুৃরী স্বরণে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি, সিসিক কাউন্সিলর এডভোকেট সালমা সুলতানা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেন আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাজনীন হোসেন, মহানগর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসমা কামরান। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সাবেক মহিলা আওয়ামীলীগের সভাপতি সালমা বাসিত, বিলকিস নূর, মাধুরী গুণ, জাহানারা খানম মিলন, সদর উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা বেগম, বিয়ানীবাজার মহিলা আওয়ামীলীগের সভাপতি রুমা চক্রবর্তী, মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী আছমা বেগম, সালমা বেগম, জাহুরা বেগম, শামসুন্নাহার, নাজমা খানম চৌধুরী, সুষরমা সুলতানা রুহি, সাজনা সুলতানা চৌধুরী, ডানিয়া চৌধুরী, শামীমা আক্তার ঝিনু, জোছনা দাশ, অর্পনা বনিক, শিবলী বেগম, নাফিয়া বেগম, সেলি দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাসিমা আক্তার কণা ও গীতা পাঠ করেন মাধবী ভট্রাচার্য। স্বাগত বক্তব্য রাখেন আছিয়া খানম চৌধুরী। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালানা করেন কালেক্টরেট মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ শাহ আলম। প্রেস-বিজ্ঞপ্তি।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech