ঢাকা ২৩শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
ডেস্ক রিপোর্টঃ
লাহিন চৌধুরী জানান বর্তমানে বিশ্বে করোনা ভাইরাসটি মহামারি আকার ধারণ করেছে।ঠিক এ-ই সময়ে সিলেটে প্রাইভেট ক্লিনিক গুলোর সিলেটের নাগরিকদের প্রতি যে অবহেলা তা ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে ।চিকিৎসা আমাদের মৌলিক অধিকার। চিকিৎসা সেবা এটা আমাদের প্রতি কারও দয়া নয়। তিনি বলেন আমাদের এ-ই আন্দোলন সরকারের বিপক্ষে নয়। আমরা সরকারের পক্ষ নিয়েই এ-ই আন্দোলন করতে চাই। তিনি আরও বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকেও কর্নপাত করছে না প্রাইভেট ক্লিনিক গুলোর দায়িত্বশীলরা।আমরা এ-ই নির্দেশনাকে বলবৎ করতে এবং শাহজালাল (রহঃ ) পুন্য ভূমি সিলেট অঞ্চলের সকল মানুষের চিকিৎসা নিশ্চিত করতেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। এই অল্প কিছু দিনের ব্যবদানে বিনা চিকিৎসায় প্রান দিতে হয়েছে ছয়জনকে। এই অবস্থা আপনার আমার যে কারও হতে পারে।এজন্য আর যেন কেউ বিনা চিকিৎসায় মারা না যায় সে জন্য এখনই একটা জোরালো ঐক্যের প্রয়োজন।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech