ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২২
সিলেট জালালাবাদ থানার পশ্চিম দর্শার গ্রামের আবু ছায়াদ বাবুল দক্ষিণ সুরমার বাইপাস ফিরোজপুরে বিসমিল্লাহ এন্টারপ্রাইজের একজন বিশিষ্ট ব্যাবসায়ী। একজন সুনামধন্য ব্যবসায়ীর ব্যবসায় ইস্বান্বিত হয়ে কতিপয় দুস্কুতিকারীগণ গত ২৩/০৭/ ২০২২ ইং তারিখে বিকাল হইতে রাত আনুমানিক ১০ ঘটিকার মধ্যে অজ্ঞাতনামা একটি মোবাইল নং-০১৯৬০৫৩৭৪০৭ নম্বর মোবাইল হইতে আমার ব্যবহৃত ০১৭২০৫২৭৫৩০ মোবাইলে ফোন দিয়া বলে আমি ডিবি অফিস থেকে বলছি। আপনি অবৈধ ব্যবসা করিতেছেন। আপনি আমার সাথে দেখা করেন। সে আমাকে বলে আমার ডিউটির গাড়ি আছে। মাছুমকে বললে সে তুমাকে উঠাইয়া নিয়া আসবে। আমি বলি উঠাইয়া নেয়া লাগবেনা। আমার গাড়ি আছে আমি আসতে পারব। তখন আমি বলি আপনার নাম কি। সে বলে আমি ডিবির আব্দুর রশিদ। তখন হুমকি দিয়া বলে আমি দেখা না করলে আমর অবস্থা খারাপ হবে। আমি ভয়ে বলছিলাম যে দেখা করব। তখন সে বলে এসপি অফিসের সামনে আমি আছি। কিন্তু ঐ দিন প্রচুর বৃষ্টি থাকায় আমি দেখা করতে পারি নাই। এসব হয়রানি করা অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে ভুক্তভোগী আবু ছায়াদ বাবুল গত ২৪ জুলাই এসএমপি’র দক্ষিণ সুরমা উপ- পুলিশ কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছে। এসব কার্যকলাপে আবু ছায়াদ বাবুল নিরাাপত্তাহীনতায় ভুগছে।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech