ঢাকা ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২২
আর মাত্র ১ দিন পর ৫ ফ্রেরুয়ারী দক্ষিণ সুরমা উপজেলার আসন্ন ১ নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন। সরেজমিনে ইউনিয়নের ভোটারদের সাথে প্রার্থীদের খুজঁ নিয়ে জানা যায়, মোল্লারগাঁও ইউনিয়ন নির্বাচনে ১.২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিল মেম্বার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর গণসংযোগ করেছেন প্রতিদ্ধন্ধিরা । ওই সময় মহিলা প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে দোয়া ও ভোট চান। সকাল থেকে সংরক্ষিত মহলিা আসনে প্রার্থীরা সবকিছু উপেক্ষ করে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ভোট প্রার্থনার পাশাপাশি ভোটারদের কাছে উন্নয়নে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রতিশ্রুতিগুলো ভোটাররাও বিশ্লেষণ করছেন। ভোটের মাঠে কার সক্ষমতা কেমন এ নিয়েও চুলচেড়া বিশ্লেষণ করছেন তারা। তবে দেখেশুনে নিজ পছন্দের প্রার্থীকেই আগামী দিনের মহিলা হিসেবে বেছে নেবেন তারা।
১.২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মেম্বার পদে বিশিষ্ট নারী নেত্রী হাসনা হেনা খানম তালগাছ মার্কা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্য আরও ৩ জন প্রার্থী রয়েছেন এর মধ্যে জনগণের সাথে আলাপকালে জানা যায় হাসনা হেনা খানম তালগাছ মার্কা প্রতীকে গণজোয়ার। সিলেটের নিউজ টুয়েন্টিফোর এর সাথে সাক্ষাতে তিনি বলেন দীর্যা দিন যাবৎ সমাজসেবায় জনকল্যাণে কাজ করে আসছি আমি । এরই ধারা বাহিকতায় আমি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসহায় মানুষের কল্যাণে বিশেষ করে নারীদের কল্যাণে কাজ করতে চাই এবং তাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই । একান্ত সাক্ষাতে আলাপকালে সিলেটের নিউজ টুয়েন্টিফোর এর মাধ্যমে তিনি তালগাছ র্প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণের কাছে উদাত্ত আহবান জানান।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech