নগরীর উপশহর ২২ নংওয়ার্ডে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযানে কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম

প্রকাশিত: ৮:৫৬ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০

নগরীর উপশহর ২২ নংওয়ার্ডে ফুটপাত থেকে হকার     উচ্ছেদ অভিযানে কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম

সিলেটৈর নিউজ টুয়েন্টিফোর ডট কমঃ

সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডে ফুটপাত থেকে হকার উচ্ছেদ অভিযান চালিযেছেন কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম। রোববার দুপুরে উপশহর কল্যাণ পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে এ অভিযার চালান কাউন্সিলর।
অভিযানে নগরীর উপশহর এলাকার সব ব্লকে পরিস্কার পরিচ্ছন্ন ও ফুটপাত থেকে হকার ও স্থায়ী দোকানগুলোর সামনে থেকে অস্থায়ী দোকান তুলে দেওয়া হয়। পরে অটোরিকশা, লেগুনা ও ট্রাক চালকদেরকে সড়কের যত্রতত্র না দাঁড়াতে নির্দেশ দেন কাউন্সিলর সেলিম।
পরবর্তীতে স্থায়ী দোকানের সামনে ও ফুটপাতে অস্থায়ী দোকান বসানো হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
নগরীর অভিজাত এলাকা উপশহরে রাস্তার পাশে কোনভাবেই ফুটপাতে হকার বসতে দেওয়া হবেনা। উপশহর এলাকার মনোরম পরিবেশ ও সুন্দর্য রক্ষার্থে সবাই এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন রুবেল, ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জয়নুল আহমদ, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা এইচ আর সুমন, যুবলীগ নেতা সাহেদ আহমদ পলাশ,সুজন আহমদ, সিদ্দিকুর রহমান, মুক্তা আহমদ ও লিটন আহমদ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares