ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
সিলেটের নিউজ২৪ঃ
নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে পথসভায় পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসময় ৩ জন পথচারী আহত হন।
রবিবার (১০ জানুয়ারি) সন্ধার পর নবীগঞ্জ নতুনবাজার মোড়ে এই ঘটনা ঘটেছে। এতে পথসভায় থাকা লোকজন দিকবিদিক ছুটাছুটি করেন। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহতরা হলেন পৌর এলাকার সালামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে নজির মিয়া (৩৬), ভানুদেভ গ্রামের ফিরোজ মিয়ার ছেলে শিপন আহমদ (২২), প্রজাতপুর গ্রামের হুসেইন মিয়ার ছেলে তারেক আহমদ (২৪)। তাদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আগামী (১৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য নবীগঞ্জ পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর নৌকার সমর্থনে শহরের নতুনবাজার মোড়ে পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যাপিকা অপু উকিল। এতে প্রায় সহশ্রাধিক লোকের সমাগম ঘটে। বক্তব্য শেষে প্রধান অতিথি সভাস্থল ত্যাগ করার সাথে সাথেই নতুনবাজার গোল চত্বর মোড়ে বিকট আওয়াজে দুটি পেট্রল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ আতঙ্কে দিকবিদিক ছুটাছুটি করেন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক আছে। সুষ্ঠু নির্বাচন সম্পন্নের জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। নির্বাচনে কোনো অপশক্তি প্রভাবিত করতে পারবেনা।’
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech