ঢাকা ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
মোঃ আলাল ময়িা, নবীগঞ্জ প্রতনিধি॥
নবীগঞ্জ উপজলোর বাউশা ইউনয়িনরে বাশঁডর দবেপাড়া গ্রামে আজ বৃহস্পতিবার সকালে বজিনা নদীর জলমহাল নয়িে বরিোধ কে কন্দ্রে করে প্রতপিক্ষরে বাড়ী ঘরে হামলা ভাংচুর, লুটপাটরে ঘটনাটি ঘট।ে এ সময় হামলা কারীরা জাহরি আলী (৭৫) নামে এক বৃদ্ধকে পকিল দয়িে একাধকি ঘাই মরেে ঘটনা স্থলইে হত্যা করছে।ে পরে হামলা কারীরা আরো র্গভর্বতী মহলিা ও শশিুসহ অন্তত ৩০ জনকে জখম কর।ে আহতদরে মধ্যে ৫ জনকে আশংকা জনক অবস্থায় সলিটে ওসমানী মডেকিলে কলজে হাসপাতালে পাঠানো হয়ছে।ে অন্যান্য আহতদরে নবীগঞ্জ উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে র্ভতি ও প্রাথমকি চকিৎিসা দয়ো হয়ছে।ে এ সময় হামলা কারীরা অন্তত ২০টি বাড়ী ঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে প্রায় ৮/১০ লক্ষাধকি টাকার ক্ষতি কর।ে হামলার ঘটনার খবর পয়েে হবগিঞ্জ জলো পুলশি সুপার মোহাম্মদ উল্লাহ নবীগঞ্জ-বাহুবলরে র্সাকলে এ এসপি মোঃ পারভজে আলম চৌধুরী, ওসি মোঃ আজজিুর রহমানরে নতেৃত্বে একদল পুলশি ঘটনাস্থল পরর্দিশন করছেনে। ঘটনার পর থকেে গ্রামে অতরিক্তি পুলশি মোতায়নে রয়ছে।ে সরজেমনিে গয়িে জানাযায়, উপজলোর বাউশা ইউনয়িনরে বাশডর দবেপাড়া) গ্রামে বজিনা নদীর জলমহাল নয়িে ওই গ্রামরে র্বতমান মম্বোর রাজা ময়িা, কাচন ময়িা ও সাবকে মম্বোর মনর ময়িা গংদরে সাথে একই গ্রামরে শফকি ময়িা, রয়মান ময়িা গংদরে মধ্যে র্দীঘদনি ধরে বরিোধ চলে আসছ।ে এ বরিুধ কে কন্দ্রে করে উভয় পক্ষরে মধ্যে বশে কয়কে বার হামলা ও মামলা মোকদ্দমা চলে আসছলি। সম্প্রতি বষিয়টি নয়িে নবীগঞ্জ-বাহুবলএর র্সাকলে এ এসপি পারভজে আলম চৌধুরীর মধ্যস্থতায় নবীগঞ্জ থানায় ও তার র্কাযালয়ে একাধকি বার বষিয়টি নবীগঞ্জ উপজলো পরষিদরে চয়োরম্যান ফজলুল হক চৌধুরী সলেমি কে নয়িে বরিুধর্পুণ বষিয়টি মমিাংশা করে দয়ো হয়। কন্তিু বষিয়টি র্বতমান মম্বোর রাজা ময়িা, কাচন ময়িা ও সাবকে মম্বোর মনর ময়িা গংরা সালশিরে সময় রায় মানলে ও এলাকায় এসে তাহা অমান্য করে অতথিরে ন্যায় তারা তাদরে স্বঅবস্থানে ফরিে যায়। এমতা বস্থায় গত বুধবার সকালে কাচন বাড়ীর সামনে দয়িে সএিনজি ষ্ট্যান্ডে যাওয়ার পথে শফকি ময়িার পক্ষরে লতফি ময়িা ও তার স্ত্রী কে আটক করে মারধোর কর।ে এ খবর শফকি লোক জনরে মধ্যে জানাজানি হলে উভয় পক্ষরে মধ্যে উত্তজেনা দখো দয়ে। খবর পয়েে নবীগঞ্জ থানার একদল পুলশি ঘটনাস্থলে গয়িে পরস্থিতিি সামাল দয়ে এবং রাতইে দাঙ্গা হাঙ্গামা এড়াতে উভয় পক্ষরে ৫ জনকে আটক করে থানায় নয়িে আস।ে এদকিে গতকাল বৃহস্পতি বার সকালে এরই ঘটনার জরে ধওে র্বতমান মম্বোর রাজা ময়িা, কাচন ময়িা ও সাবকে মম্বোর মনর ময়িার লোকজন র্পুব পরকিল্পতি ভাবে দশেীয় অস্ত্র স্বস্ত্র নয়িে শফকি পক্ষরে লোক জনরে বাড়ী ঘওে এলো পাতারি ভাবে হামলা ভাংচুর ও লুটপাট চালায়। হামলা কারীদরে পকিলরে আঘাতে ঘটনা স্থলইে জাহরি আলী নামে (৭৫) বৃদ্ধ মারা যান। এ ঘটনায় গুরুতর আহতরা হলনে, হাফজিু ন্নছো (৩৫), ছুরুক ময়িা (৩৩), কুরুস ময়িা (৩০), জুসনা বগেম (৪০), ফয়জুর রহমান (৪০), ইছমত ময়িা (৩৫), মকবুল হোসনে (১৭), আকবর ময়িা (৩০), মস্তফা ময়িা (১৫),আবু তাহরে (২৮),বরিাম উদ্দনি (৫০), রফি ময়িা (৩০), জলি বগেম (১৮), তোফাজ্জল ময়িা (২৮), আছয়িা বগেম (২৯), সুফান ময়িা (৪০),শহদি ময়িা (৪৫), আকবর ময়িা (২৬),মছিবাহ উদ্দনি (৩০), মানকি ময়িা (৪০), সালাম ময়িা (৫০), সামসুল হক (৪৫), সজল ময়িা (৩০)। এ ব্যাপাওে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজজিুর রহমান জানান, গ্রামরে জলমহাল, মসজদিসহ বভিন্নি বষিয় নয়িে দুটি পক্ষরে মধ্যে বরিুধ চলে আসছলি। এ বষিয়টি নবীগঞ্জ-বাহুবল এর র্সাকলে এ এসপি পারভজে আলম চৌধুরীর মধ্যস্থতায় নবীগঞ্জ থানায় ও তার র্কাযালয়ে একাধকি বার বষিয়টি নবীগঞ্জ উপজলো পরষিদরে চয়োরম্যান ফজলুল হক চৌধুরী সলেমি কে নয়িে বরিুধর্পুণ বষিয়টি মমিাংশা করে দয়ো হয়। কন্তিু তারপরে ও এ ঘটনা সংগঠতি হয়। আমরা খবর পয়েে রাতইে উভয় পক্ষরে কয়কে জনকে আটক কওে নয়িে আস।ি র্বতমানে পরস্থিতিি স্বাভাবকি আছে ঘটনাস্থলে অতরিক্তি পুলশি মোতায়নে রয়ছে।ে ঘটনা কারীদরে গ্রফেতারে পুলশিরে অভযিান অব্যাহত আছ।ে
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech