ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০২১
সিলেটের নিউজ২৪ঃ
নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের পক্ষ থেকে সিলেটের কলেজ-বিশ্ববিদ্যালয় বা মাদ্রাসায় ¯œাতক বা ¯œাতক পরবর্তি পর্যয়ের কোর্সে অধ্যায়নরত নবীগঞ্জের স্থায়ী অধিবাসী মেধাবী ছাত্র ছাত্রীদের নিকট থেকে শিক্ষা বৃওির জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সত্যায়িত নম¦র ফর্দসহ স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান কর্র্তূক সুপারিশকৃত ও নিজ নিজ ইউপি,চেয়ারম্যান/সদস্যদের স্থায়ী অধিবাসী সংক্রান্ত সনদপত্র এবং ছবি সহ স্বহস্তে লিখিত দরখাস্ত আগামী ২৩/০৩/২০২১ ইংরেজী তারিখের মধ্যে নি¤œ বর্নিত যেকোনো ঠিকানায় প্রেরন করার জন্য অনোরোধ করা যাচ্ছে। যোগাযোগের ঠিকানা মোঃ আবুল ফজল এডভোকেট সাধারণ সম্পাদক নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট মোবাইল নং ০১৭১১৩৩৭৭৪৩ অথবা মোঃ মাহমুদ হাসান আহবায়ক শিক্ষাবৃত্তি উপ-কমিটি নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট মোবাইল নং ০১৭১১০৬৭০৮০। দরখাস্তে গ্রামের বাড়ি ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করতে হবে।
উল্লেখ্য যে মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট এবং ফিজিওথেরাপী বিষয়ে অধ্যায়নরত ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা থাকবে এবং সকল ক্ষেত্রে গরিব ও মেধাবি ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার দেয়া হবে।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech