নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২১

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা

নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট আয়োজিত ৮অক্টোবর শুক্রবার সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেল এর সভাকক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায়া ও সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমিতির অন্যতম উপদেস্টা ও সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি ডাঃ নাজরা চৌধুরী। তিনি নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের মানবতার কল্যানে বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন কল্যাণ সমিতি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবহিকতা অব্যাহত রাখতে সমিতির সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জসীম উদ্দিন চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্ট্রার মোজাক্কির হোসাইন, মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল করিম দলা মিয়া, প্রফেসর রজত কান্তি ভট্রাচার্য, শাহ মোস্তাকিম, আমিরুজ্জামান জোয়াহির, ্ইকবাল বাহার তালুকদার, আবু ইউসুফ, বয়েত উল্লাহ, মাহবুব হাসান, এ আর চৌধুরী সেলিম, রুহেল আহমদ চৌধুরী,ডা.শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা শফিউল আলম চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares