ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:১৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩
শাহপরাণ থানায় মুরাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে সেলিম আহমদ নামে এক যুবকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গত ৬ জানুয়ারী শ্রক্রবার রাত ৮টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মামলা করায় পূর্বের শত্রুুতার জের ধরে তোতা মিয়ার ছেলে সেলিম আহমদ (৩৭) কে মার পিঠ করে ফেলে যায়। শাহপরাণ থানার মুরাদপুর গ্রুামের ওয়াব আলীর ছেলে ইসলাম উদ্দিন, নজরুল মিয়া, নাজমুল মিয়া এর সাথে বিরোধ রয়েছে। এরই জের ধরে শুক্রবার রাত ৮টায় এসময় ওঁৎ পেতে থাকা কয়েক জন লোক তাকে চারদিক থেকে ঘিরে ফেলে। পরে ইসলাম উদ্দিন, নজরুল মিয়া, নাজমুল মিয়াসহ আরোও কয়েকজন লোক শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে। এতে মার খেয়ে সেলিম মাটিতে পড়ে গেলে অন্যরা তাকে কিল-ঘুষি ও পা দিয়ে পাড়িয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। শাহপারণ থানার পুলিশ সেলিমকে গুরুতরবস্থায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। ওসমানী হাসপাতালে ৪র্থ তলার ৭নং ওয়ার্ডে সেলিম চিকিৎসাধীন রয়েছে। গত ৬/০১/২৩ইং তারিখে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট ১ম আদালতে মামলা হয়েছে মাললা নং শাহপরাণ (রহ.) সি আর ১২/ ২০২৩।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech