ঢাকা ১৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ | ২৬শে শাবান, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জুন ২২, ২০২২
সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
প্রতাবগড় ফাউন্ডেশনের সিলেট এর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২২ জুন বুধবার দিনব্যাপী ফাউন্ডেশন কিশোরী মোহন সরকার প্রাথমিক বিদ্যালয় মিরাবাজার(১০৭ পরিবার), সিলেট ইনক্লুসিভ স্কুল(১০০ পরিবার), মির্জাজাঙ্গাল বালিকা উচ্চ বিদ্যালয়(৭৬ পরিবার) ও লামাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় (৫৭ পরিবার) ৩শ ২৬ পরিবারকে পরিবার পিছু নগদ দুই হাজার করে নগদ সহায়তা ও পরিধেয় কাপড় প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুর রাজা চৌধুরী, সহ-সভাপতি দি ইনস্টিটিউট অব চাটার্ড এ্যাকাউন্টেন্টস বাংলাদেশ এর সাবেক সভাপতি মসিহ মালিক চৌধুরী, এফসিএ সিলেট মেডিক্যাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ডা.মোর্শেদ আহমদ চৌধুরী ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারমান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবাসহ অন্যান্য সুধীরা নগদ অর্থ প্রদান করেন। ফাউন্ডেশনের সদস্যদের সরাসরি অনুদানে এ কর্মসূচী পরিচালিত করে মসিহ মুহিত হক এন্ড কোং চাটার্ড এ্যাকাউন্টেন্টস এর সিলেট শাখার কর্মকর্তা গণ এবং নেতৃত্বে ছিলেন ম্যানেজার ও ফাউন্ডেশনের সদস্য রাজা আহমেদ নাসিফ চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech