ঢাকা ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:৪৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২, ২০২০
সিলেটের নিউজঃ
প্রধান মন্ত্রীর বিশেষ তহবিল হতে ক্যান্সার, টিউমার, হার্ট এ্যাটাক, হৃদরোগ, শ্বাস কষ্ট ও হাপাঁনী, কোমড়ের হার ক্ষয়, ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টরেলের সমস্যা, টিউমার অপারেশন, কিডনী সমস্যা, জন্মপ্রতিবন্ধি মানসিক ভারসাম্যহীনতা, মৃগীরোগ এবং লিভার সিরোসিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত গরীব অসহায় রোগীদের মধ্যে চিকিৎসার ব্যয় নির্বাহের নিমিত্তে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সাহার্যের আবেদনকারীদের মধ্যে চেক প্রদান করা হয়। সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবার প্রচেষ্টায় প্রাপ্ত অর্থের অনুদানের চেক বিতরণ ২২ মার্চ রোববার জেলা পরিষদ অফিস কক্ষে সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের সর্বসম্মতিক্রমে দেশে কোভিড ১৯ করোনা ভাইরাসে পার্দূভাব দেখা দেওয়ায় কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়াই অসুস্থদের হাতে চেক হস্তান্তর করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল অনুদানের চেক প্রাপ্তরা হলেন সিলেট সদর ঝালোপাড়া গ্রামের ২ নং ওয়ার্ডের মো.হারুন রশীদ বিশ হাজার টাকা, সিলেট সিটি কর্পোরেশনের বঙ্গবীর ৯১ ব্লক এ নাইরপুলের বাসিন্দা বিশ হাজার টাকা, সিলেট সিটি কর্পোরেশনের জামতলা আবাসিক এলাকার হারিছ ভিলার বাসিন্দা বেলা বর্মন বিশ হাজার টাকা, সিলেট সদর বেলাউরা বাজার ভগতিপুরের মো. আলী হুসেন বিশ হাজার টাকা, সিলেট নগরীর সুবিধ বাজার চন্দ্রিমা আবাসিক এলাকার বাসিন্দা ছায়ারুন বেগম ত্রিশ হাজার টাকা, বালাগঞ্জ উপজেলা গহর পুর গ্রামের আছারুন বেগম ত্রিশ হাজার টাকা, নগরীর জালালিয়া দরগা মহল্লার বাসিন্দা রিনা বেগম ত্রিশ হাজার টাকা, বিয়ানী বাজার উপজেলা কালিবহর জলঢুপ গ্রামের রোমানা আফরোজ ত্রিশ হাজার টাকা, সিলেট সদর উপজেলা সিলেট সদর উপজেলার পূর্ব কালারুকা গ্রামের কুলছুমা বেগম ত্রিশ হাজার টাকা, নগরীর কোমারপাড়া সি ব্লক ১৭নং বাসার বাসিন্দা ফখরুল ইসলাম ত্রিশ হাজার টাকা, সুবিদবাজার বনকলাপাড়া নূরানি আবাসিক এলাকার ৯৮/২ নং বাসার পারভীন বেগম ত্রিশ হাজার টাকা, দক্ষিন সুরমা রেঙ্গা দাউদপুর কয়েছ আহমদ পঞ্চাশ হাজার টাকা, ভার্থখলা আবাসিক এলাকার স¦র্ণালী ব্লক বি/৬৭ নং বাসার মোছা: মমতাজ মলি পঞ্চাশ হাজার টাকা, নগরির দাড়িয়াপাড়া মেঘনা বি/১১ নং বাসার নাথুরাম বনিক পঞ্চাশ হাজার টাকা, সদর উপজেলার বহর দাসপাড়া গ্রামের রবীন্দ্র চন্দ্র দাশ পঞ্চাশ হাজার টাকা, মিরাবাজার আগপাড়া মৌসুমি ৬৮ নং বাসার রনি পাল পঞ্চাশ হাজার টাকা, বিশ্বনাথ উপজেলার পুরান সিরাজপুর গ্রামের মো: আক্তার আলী পঞ্চাশ হাজার টাকা, ফেঞ্চুগঞ্জ উপজেলার বাদে দেউলি গ্রামের জুবেল মিয়া পঞ্চাশ হাজার টাকা, খোজারখলা ২২৫/বি বাসার রোহেলা বেগম পঞ্চাশ হাজার টাকা, সদর উপজেলার খাদিম নগর শাহপরান আ/এ মোরাদ হোসেন পঞ্চাশ হাজার টাকা, দক্ষিণ সুরমা উপজেলার দাউদকান্দি গ্রামের লেইছ আহমদ পঞ্চাশ হাজার টাকা, দক্ষিণ সুরমা উপজেলার হাড়িয়ারচর তুরুকখলা গ্রামের লকুজ মিয়া পঞ্চাশ হাজার টাকা, গোয়াবাড়ি মোহনা ৫১ সি’র বাসিন্দা আলহাজ্ব মো.আতাউর রহমান খান (শামছু) পঞ্চাশ হাজার টাকা, বিয়ানী বাজার উপজেলার মাটিকাটা গ্রামের জামিলা বেগম পঞ্চাশ হাজার টাকা, বিশ্বনাথ উপজেলার শ্রীধর পুর গ্রামের মোছা.সুফিয়া বেগম পঞ্চাশ হাজার টাকা, সিলেট সদর টুলটিকর ইউনিয়নের বাসা নং ৬২ মিয়ারবাগ আ/এ ফরিদ আহমদ পঞ্চাশ হাজার টাকা, সিলেট সদর ভাঙ্গাটিকর হাওর অঞ্চল গ্রামের আব্দুল কাদের পঞ্চাশ হাজার টাকা। এসময় উপস্থিত ছিলেন সাটুলিপিকার মাছুম আহমদ, জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি, সদস্য নুরুল ইসলাম ইছন, যুব সংগঠক আফিকুর রহমান আফিক প্রমুখ। বিজ্ঞপ্তি
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech