ঢাকা ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৬, ২০২২
মন্ত্রিসভায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) আইন অনুমোদন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেট-১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি, মহানগর নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনও সিলেটের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছেন। তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী সিলেটবাসীকে উন্নয়ন কর্তৃপক্ষ উপহার দিয়েছেন। এতে সিলেটের পরিকল্পিত উন্নয়নের পাশাপাশি সেবার পরিধিও বৃদ্ধি পাবে। তিনি আরও বলেন, পররাষ্ট্রমন্ত্রী সিলেট-ঢাকা ৬ লেনের মহাসড়ক, ওসমানী বিমানবন্দরের উন্নয়নে মেগা প্রকল্প, নতুন বিসিক নির্মাণ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর-বাদাঘাট বাইপাস চারলেন সড়ক, নগরীর জলাবদ্ধতা ও সড়ক সম্প্রসারণে হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন। ফলে প্রবাসী অধ্যুষিত সিলেটের চেহারা পালটে যাবে। এজন্য সিলেটবাসী কৃতজ্ঞ।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech