ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, মে ৭, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বালাগঞ্জ উপজেলা শাখার ২০২০ থেকে ২০২১ পর্যন্ত যুগ্ম আহাবয়ক ছিলেন মোঃ আতাউর রহমান। ক্ষমতাশীল আ্ওয়ামী সরকারের অনৈতিক কার্যকলাপ এর বিরুদ্ধে আন্দোলন করায় আতাউর রহমানের উপর থানায় সরকার বাদি মামলা হয়েছে। আতাউর রহমান এর পিতা শফিকুর রহমান জানান বালাগঞ্জ সদর ইউনিয়নের চরসুবিয়া গ্রামে তার বাড়িতে পুলিশ তল্লাশী অব্যাহত রয়েছে। বর্তমান সরকার স্বৈরাচারী সরকার ছাত্রদলের কর্মীদেরকে ধরাপাকড় করে থানায় নিয়ে অমানবিক নির্যাতন করে। এমতাবস্থায় আতাউর রহমান বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছে। দেশে আসাটা এখন নিরাপদ নয় জীবন হুমকির মুখে প্রাণনাশের ভয়। আতাউর রহমান একজন সফল কর্মী হওয়ায় ঈস্বান্বিত হয়ে একের পর এক মামলা হয়েছে। এসব মামলা হওয়ায় তীব্র নিন্দা জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালাগঞ্জ ছাত্রদল শাখার নেতৃবৃন্দরা।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech