ঢাকা ২৮শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২২
বিনতা দেবীর মোড়ক উন্মোচন করা হয় বাংলা একাডেমির অমর একুশে বই মেলা 2022 এর “গ্রন্থ উন্মোচন” মঞ্চে।
কাব্য গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন লোক সংস্কৃতি গবেষক ও নাট্যকার, “বাংলা একাডেমি সাহিত্য পদক”প্রাপ্ত, বর্তমানে বাংলা একাডেমির ফোকলোর উপবিভাগের সহপরিচালক ড.সাইমন জাকারিয়া। সাথে ছিলেন কবি ও গবেষক বর্তমানে জাতীয় মানবাধিকার সোসাইটির সহসভাপতি
প্রদীপ মিত্র ও কবির স্বামী প্রণব কুমার দেব নাথ (অবঃ)ডিজিএম বাংলাদেশ ব্যাংক এবং আরো দুজন অতিথি।
“গোধূলির রক্তিম আভা” কাব্য গ্রন্থটি ও সাথে উপন্যাস স্বপ্নচারিণী গ্রন্থটি ও পাওয়া যাবে,
অমর ২১শে বই মেলা (ঢাকা) মেরিট ফেয়ার প্রকাশন এর ৭৭,৭৮ ও ৭৯ নং স্টলে।
ও বাংলা একাডেমির (নজরুল মঞ্চের পাশেই) “নন্দিনীর” ৭৫৮ নং স্টলে……..
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech