ঢাকা ২৬শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২১
সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
সুনামগঞ্জের অত্যন্ত পরিচিত মুখ ও জনপ্রিয় ব্যক্তিত্ব, সুনামগঞ্জের কৃতি সন্তান,সৎ ও দক্ষ চিকিৎসক ব্যাক্তিত্ব, জবাবদিহিমূলক চিকিৎসা প্রশাসন পরিচালনাকারী প্রশাসক সাবেক পরিচালক, স্বাস্থ্য, সিলেট বিভাগ, সুনামগঞ্জ জেলার সাবেক সিভিল সার্জন ও জনপ্রিয় ব্যক্তিত্ব, ডাঃ মোঃ আব্দুন নুর মারা যাওয়ার পর সুযোগ্য কণ্যা পার্কভিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাঃ তামান্না তাবাস্সুম তুর্না মনি বাবার রোগী দেখছেন। ডাক্তার আব্দুন নূর গ্রামের অসহায় মানুষদেরকে ভালোবেসে নিরলসভাবে দীর্ঘদিন সিলেট এবং সুনামগঞ্জ প্রতিদিন ১’শ রোগীকে ফ্রি চিকিৎসা দিতেন। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার সুনামগঞ্জ গ্রামের বাড়িতে বাবার স্মৃতিকে ধরে রেখে ১’শ ফ্রি রোগী দেখছেন ডাক্তার তামান্না। নারীনেত্রী সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি-লায়ন বিলকিস নূরের স্বামী-সিভিল সার্জন ডাক্তার আন্দুন নুর। ডাক্তার আব্দুন নূর ১ ছেলে ও ১ মেয়ে। ছেলে রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ তারেক বিন নুর ও মেয়ে পার্কভিউ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাঃ তামান্না তাবাস্সুম তুর্না মনি।
ডাক্তার নুর ছিলেন-সিলেট বিভাগের একজন নিষ্ঠাবান দানবীর সমাজ সেবক সিভিল সার্জন- সিলেট প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতাল নার্সিং হোম ট্রমা সেন্টার এবং সুনামগঞ্জে হাসপাতাল ডাক্তার নুরের চেষ্টার ফসল। মমতাভরা মহৎপ্রাণ এক দেশপ্রেমিক সিলেট বিভাগের মানব সেবার ব্রত ছিলেন । এমন বিনয়ী, সজ্জন আর পরোপকারী একজন ডাক্তার আমরা হয়ত আর পাবো না। মহান আল্লাহ যেন এ মহৎ ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech