ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩
সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ(জেপিকেপি) যুক্তরাজ্য ও ইউরোপ শাখার সম্মানীত সভাপতি জাকির হোসেন আজ মহের উদ্দিন সেখ উপ-পরিচালক, বিভাগীয় পাসপোট ও ভিসা অফিস,সিলেট এর সহিত এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সাধারন জনগন ও প্রবাসীদের পাসপোট বানাতে সবধরনে সাহায্য ও সহযোগিতা করার প্রতিশ্রুতি প্রদান করেন উপ-পরিচালক মহোদয়। পাসপোট সংক্রান্ত বিষয়ে যত সমস্যা আছে তাহা ধীরেধীরে লাগব হবে বলে তিনি আশ্বাস দেন।পুর্বের চেয়ে এখন পাসপোট বানানো সহজ ও দ্রুত হচ্ছে বলে জেপিকেপির পক্ষে জাকির হোসেন উপ-পরিচালক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।কেন্দ্রীয় সভাপতি মো আব্দুর রহমান চৌধুরী উপ-পরিচালকের কাজের প্রশংসা করেন।অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন জেপিকেপির কেন্দ্রীয় সভাপতি মো আব্দুর রহমান চৌধুরী এডভোকেট,ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আবুল নাসির সুজা, আন্তর্জাতিক সম্পাদক কাজি মোশাররফ রাশেদ এডভোকেট ও সহ-সম্পাদক তাসলিমা আফরিন আখি।পরিশেষে উপ-পরিচালক মহোদয়ের কাজের স্বীকৃতি স্বরুপ জেপিকেপির পক্ষ থেকে তাহাকে ক্রেষ্ট উপহার দেয়া হয়।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech