বিশিষ্ট সমাজসেবী এম এ কুদ্দুস এর ঈদে নগদ অর্থ প্রদান

প্রকাশিত: ৪:৩৪ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০

বিশিষ্ট সমাজসেবী  এম এ কুদ্দুস এর  ঈদে নগদ অর্থ প্রদান

সিলেটৈর নিউজ টুয়েন্টিফোর ডট কমঃ
যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জালালাবাদ থানা আওয়ামীলীগের প্রধান উপদেষ্ঠা এম এ কুদ্দুস ঈদে ব্যক্তিগত তহবিল থেকে মহামারীর এই ক্লান্তিলগ্নে আর্ত মানবতার সেবায় গৃহবন্দি অসহায় দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করেছেন। রোববার নগরীর মদিনা মাকেট এলাকায় ৩’শ পরিবারে মধ্যে ৩ হাজার করে নগদ প্রদান করা হয়।
তিনি বলেন যুক্তরাজ্যে ও আমরা বৈশ্বিক করোনায় কঠিন সময় পার করছি। মাঠিও নারীর টানে আমাদের নিজ মাতূভূমি দেশের মানুষের কথা ভূলতে পারছিনা। এভাবে সমাজে যারা বিত্তবান হৃদয়বান ব্যক্তি রয়েছেন সবাই নিজের জন্মস্থান তথা নিজ এলাকার গরীব দুঃখীদের পাশে দাঁড়ালে আমি আশাবাদী এই বৈশ্বিক দূর্যোগ কাটিয়ে উঠতে পারব। তিনি< বলেন চলমান করোনা সংকটে দিশেহারা সারাবিশ্ব। এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। বিশেষত কর্মহীন, শ্রমজীবী ও নিম্ন আয়ের অভাবী মানুষ খাদ্য সংকটে পড়েছে। এসমস্ত পরিবারের লোকজন কষ্ট ভোগ করছে। অনেকে দিনানিপাত রোজগার করে নিজের ফ্যামিলির খরচ চালাতো। করোনা ভাইরাসের কারনে নিজের পরিবার ও বিপদে পড়েছে। আত্মসম্মানবোধ থেকে তারা কারো কাছে সাহায্য চাইতে পারছেনা। এরকম পরিস্থিতিতে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে অস্বচ্ছল ও করোনা সংকট সৃষ্টি হওয়ার পর কর্মহীনতার কারনে অভাবগ্রস্থ হয়ে পড়া মানুষের পাশে সহযোগিতার জন্য পাশে দাঁড়িয়েছে। আরোও বলেন আমার এ সহযোগিতা যতদিন করোনা সংকট থাকে ততদিন আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমি সকলের দোয়া প্রার্থী । বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares