ঢাকা ২৭শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২
সিলেটের জালালাবাদ থানাধীন মইয়ারচর এলাকায় দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙ্গে প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। জানা গেছে,গত রবিবার রাত আনুমানিক ৫টার দিকে মইয়ারচর নোয়াখুরুমখাল পয়েন্টের তুহিন এন্টারপ্রাইজ দোকান এ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে তুহিন এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী লিলু মিয়া বলেন,চোরের দল তার দোকানের তালা ভেঙ্গে নগত টাকা ১,৭৬,০০০/-চুরি করে নিয়ে যায়। এদিকে থানা ভবনের মাত্র কয়েকশত গজ দূরে মেইন বাজার এ চুরি সংঘটিত হওয়ার ব্যবসায়ী মহলের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, বলেন,ঘটনার দিন ওই এলাকায় পুলিশের টহলদল ছিল। তবে এ রকম ঘটনা তাদের নজরে আসেনি। থানায় এব্যাপারে কেউ অভিযোগ করা হয়েছে । ইদানিং মইয়ারচর নোয়াখুরুমখাল চুরি ও অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পেয়েছে।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech