ঢাকা ৩০শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ | ৭ই রজব, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২১
সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল ফোন সহ বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি প্রদানের অভিযোগে সৌদি প্রবাসী কামাল মিয়া, রাছেল, মুমিন আহমদ ও সারমিন জাহানের বিরুদ্ধে শাহপারান (রহ.) থানায় সাধারণ ডায়রী করেছেন সিলেট জেলা যুব মহিলা লীগের অর্থ সম্পাদক মিনারা চৌধুরী। যার জিডি নং ১৫৮৫, তারিখঃ ২৯/০৬/২০২১ইং। কামাল মিয়া ও রাছেল শাহপারান থানার বংশিদর গ্রামের শফিক মিয়ার ছেলে।
জিডি সূত্রে জানা যায়, ২০২০ সালের নভেম্বর মাসে কামাল মিয়ার সাথে কোন কাবিননামা রেজিষ্ট্রি ছাড়া বিবাহ হয় যুব মহিলা লীগ নেত্রী মিনারা চৌধুরীর। এক সপ্তাহ যেতে যেতেই কামাল মিয়া মিনারা বেগমের কাছে টাকা দাবি করেন আর এতে মিনারা বেগম টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে মানসিক ও শারীরিক নিার্যতন সহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন কামাল মিয়া। বর্তমানে মিনারা চৌধুরী কামাল মিয়া, রাছেল, মুমিন আহমদ ও সারমিন জাহানের হুমকি আতঙ্কে জীবনযাপন করছেন। বিজ্ঞপ্তি
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech