ঢাকা ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৬, ২০২১
সিলেটের নিউজ২৪ঃ
সিলেট সদর উপজেলা আওয়ামীলীগ নেতা লয়লুছ চৌধুরী মোটর সাইকেল যোগে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে গুরুতর আহত হন। গত ২৪ মার্চ বুধবার সকাল ১১টায় পেছন থেকে আসা নোয়া গাড়ি ঢাকা মেট্রো ১৫-২০৭৫ সজোরে মোটরসাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। জনতা আটকালে তখন গাড়ির নং রাখা হয় এবং গাড়ির চালক বলে আমি ঐ এলাকার লোক একটি মোবাইল নং দেয় যার নং ০১৭১০৩০৪২১০ দিয়ে বলে আমি আসতেছি মেডিকেল । মোবাইলে যোগাযোগ করা হলে ফোন রিসিভ হয়না। গাড়ির ড্রাইভার পালিয়ে যায়। লয়লুছ চৌধুরীকে গুরুতরবস্থায় ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ওসমানী হাসপাতালে রেফার্ড করা হয় তখন তার অবস্থা গুরুতর ছিল। প্রায় মাসেক খানেক চিকিৎসা চলছে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বিশেষজ্ঞ অর্থোপেডিকস চিকিৎসক বলছেন তার তার ডান হাতে অ¯্রপ্রসার করে রগে অপারেশন করতে হবে শ্রীঘ্রই। অনেক খুজাঁখুজির পর নোয়া গাড়ির মালিক পাওয়া গেছে নাম জুয়েল আহমদ পিতা মুত আব্দুল ছাত্তার ফেঞ্চুগঞ্জ। এ ব্যাপারে লয়লুছ চৌধুরীর পরিবার জানান মামলার প্রস্ততি চলছে।।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech