ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০২০
সিলেটের নিউজঃ
শহীদ মুক্তিযোদ্ধা এম.মনোহর আলীর ৪৯ তম শহীদ দিবস উপলক্ষে ৩রা এপ্রিল শুক্রবার বাদ আসর নগরীর তালতলাস্থ শহীদ মুক্তিযোদ্ধা মনোহর-রওশন ভবনে খতমে কোরআন মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগা শাহজালাল (র) মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদীস মৌলানা মুফতি মুহিব্বুল হক ছাহেব। দোয়া শেষে করোনা ভাইরাসে গৃহবন্দি ও কর্মহীন শ্রমজবীবী অসহায় ৩২০ জন মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জর্জকোর্টের এডিশনাল পিপি এডভোােকট মাহফুজুর রহমান, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, জৈন্তপুর উপজেলা ্আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, গোলাপগঞ্জ আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শরিফ উদ্দিন শরিফ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর শ্রমিকলীগের সহ-সভাপতি আব্দুল করিম পাকি, সহ-সভাপতি হরিলাল দাশ, যুগ্ম সম্পাদক রেজানুর রহমান সেলিম, যুগ্ম সম্পাদক ইয়াছিন আহমদ সুমন, অর্থ বিষয়ক সম্পাদক মুজিুবুর রহমান, সিনিয়র সদস্য মিজানুর রহমান, সুপংকর দাশ, মো. আলম খাঁন রুবেল , আদনান খান হেলাল, দেওয়ান মোহাম্মদ মঞ্জুর আহসান, শ্রমিক নেতা কাওছার আহমদ, মহানগর আওয়ামী হকার্সলীগের আহবায়ক আব্দুর রকিব, যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, সদস্য সচিব আশিকুর রহমান প্রমুখ।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech