ঢাকা ২৫শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২২
সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-৭০৭ এর অন্তর্র্ভূক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) শাহী ঈদগাহস্থ হাজী শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট দেন ভোটররা।
ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি হিসেবে বাঘ মার্কা নিয়ে ২৮৩ ভোটে নির্বাচিত হন মো: শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্ধী মো: দুলাল আহমদ ছাতা মার্কায় ২২৬ ভোট, মো: আমিনুল ইসলাম অটোরিক্স সিএনজি মার্কায় ১৭২ ভোট, আব্দুল জব্বার টেবিল মার্কায় ৫৪ ভোট পান।
সাধারণ সম্পাদক হিসেবে চাকা মার্কায় ৩৬৮ ভোটে নির্বাচিত হন এম. বরকত আলী। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাবেদ আহমদ আনারস মার্কায় ৩৬৫ ভোট পান।
সহ-সাধারণ সম্পাদক হিসেবে কাঠাল মার্কায় ৩৭৫ ভোটে নির্বাচিত হন মো: মুসলিম সরকার। তার নিকটতম প্রতিদ্বন্ধী কাপ-পিরিচ মার্কায় মো: রফিক মিয়া ৩৩৪ ভোট পান।
সাংগঠনিক সম্পাদক হিসেবে মটরসাইকেল মার্কায় ৩৮৪ ভোটে নির্বাচিত হন মো: রফিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্ধী দোয়াত কলম মার্কায় মো: আব্দুর রহিম ৩৫৬ ভোট পান।
সদস্য পদে মো: আল-আমিন, তিতাস খান, মো: রবি খান, রফিকুল ইসলাম রুবেল, রায়হান আহমদ পিন্টু, মো: রমজান মিয়া, মো: সমছুন নুর, মো: শাহিন নির্বাচিত হন। বিজ্ঞপ্তি
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech