ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
শিরোনামহীন উইন্ডো শিরোনামহীনের ফ্যানপেজের মধ্যে অন্যতম নাম!
খোলা হয়েছিল শিরোনামহীনের প্রতি ভালোবাসার জায়গা থেকে,পেজটির এখন ৭ বছর,শিরোনামহীনের সব খবর শিরোনামহীনের ফ্যানরা পেয়ে যান খুব সহজেই,
পেজটি সিলেট থেকে পরিচালনা করা হয়। পেজটির সাথে শুরু থেকে যারা আছেন ,আহমেদ জালাল,রুদ্র সেন ,মাহফুজ রুমেল দীপ্তি ইসলাম এবং বিশ্বদ্বীপ চক্রবর্ত্তী বিশাল। এই পেজটির সম্পর্কে আমাদের…..শিরোনামহীনের ফাউন্ডার মেম্বার এবং ব্যান্ড লিডার জিয়াউর রহমান জিয়া আমাদের জানান অনেক লম্বা সময় ধরে শিরোনামহীন উইন্ডো ,শিরোনামহীনে জন্য এই পেজটি চালিয়ে যাচ্ছে,ফ্যান বেজ থেকে এবং ফ্যান বেজের জন্য ,,
অনেক সময় অনেক তথ্য বা অনেক ইনফরমেশন আমাদের পেজ থেকে সরাসরি আমাদের পেজ থেকে বা আমাদের শেয়ার করা সম্ভব হয় না,যেমন একটা ইভেন্ট এর ব্যাক স্টেজ একটা ইভেন্ট এর বিহাইন্ড দ্যা সিন,ওখানে যেখুতু নিজেরাই পারফোমার আমাদের পক্ষে সম্ভব হয় না,যে সেখানকার তথ গুলো পোছে দেওয়া আমাদের ফ্যান ব্যাজের কাছে যারা আসলে সবসময় সজ্ঞে থাকে তারা জনতে চায়,আমাদের অনেক ডিটেল জানতে চায়,যেটা শিরোনামহীন উইন্ডো যেটা আমি লক্ষ করেছে,যে সব সময় সেই সাভিসটা দিয়ে আসছে,ক্যান্ডিট মোমেন্ট এর ছবি বা ভিডও ফুটেজ,কিংবা আমাদের অনেক বিহান্ড দ্যা স্টোরি,স্টোরিটা ফ্যানদের জন্য অনেক প্রাইসলেস এবং শিরোনামহীনের কাছে ও প্রাইসলেস,শিরোনামহীন সেই ছবি বা সেই ফুটেজটা কখনো পাইনি,ধন্যনাদ শিরোনামহীন উইন্ডো যারা এই সাভিসটা দিয়ে আসছেন,সেখানে শিরোনামহীনের পুরো ব্যান্ডের প্রতি এটাচ করে রাখছেন,পুরো ব্যান্ডটাকে বেলু করতে শেখাচ্ছেন,ব্যান্ড যেভাবে ভিবিন্ন চরায় উওরায় পারিয়ে দিয়েছে এবং ডিফিন্টেলি সেটা অবশ্যই যারা আমাদের খুব কাছের যারা সব কিছু জানতে চায়,শিরোনামহীনের প্রতি সবসময় নজর রাখে,তাদের সহযোগীতায় কিন্তু শিরোনামহীন এতটা পথ পারি দিল,ব্যান্ডের সিদ্ধান্ত গুলোকে রেস্পেট করা ব্যান্ডের কাজগুলো এগিয়ে নেওয়া,সে বিষয়টা কিন্তু শিরোনামহন উইন্ডো করে দেখিয়েছে,আরেকটা বিষয় হচ্ছে শিরোনামহীন কখনো এপসেন্ট হয়নি,আমাদের অডিও ইন্ডাস্ট্রি থেকে,যেমন পতিনিয়ত নতুন গান রিলিজ করা,পতিনিয়ত কনসাট করা,রেগুলার ইন্টারবেলিড দীঘ সময়ের জন্য হারিয়ে না যাওয়া এখানে শিরোনামহীনের বৈশিষ্ট্য,এবং সেখানে শিরোনামহীন window আমাদের পক্ষে সম্ভব হওয়া না সবগুলো তথ্য,আমাদের প্রতিটা ফ্যান্দের কাছে পোছে দেওয়ার শক্তি ফেইসবুক অন্তত রাখে না বা কোন মিডিয়া, সেই কাজটা একেবারে প্রপারলি করতে পারে না, আমরা নিজেরাই পারি না ফেইল করি শিরোনামহীন উইন্ডো সেই তথ্য গুলো আপনাদের কে সরবরাহ করছে,যারা আমাদের সাথে এটাচ আছেন,তারা শিরোনামহীন উইন্ডো পেজের দিখে চোখ রাখবেন এবং তথ্য গুলো পেয়ে যাবেন,এই বিষয় আমাদের কাছে অনেক প্রিয়,আমরা চাই আমাদের তথ্য গুলো জানাতে যারা জানতে চান তাদের কে বলতে চাই,কিন্তু আমরা জানিনা সে প্রক্রিয়া কি, ধন্যবাদ শিরোনামহীন উইন্ডো এত লম্বা সময় ধরে চালিয়ে যাওয়ার জন্যৌ জিয়াউর রহমান আরও জানান, আগামী ২৯ মে সকালে কলকাতার উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা দেবেন তারা। শো শেষে ৩১ মে ফিরে আসবেন দেশে।
গত এপ্রিলে ‘শিরোনামহীন’ ২৫ বছর পূর্ণ করেছে। তাদের সাফল্যময় এই পথচলা উদযাপনের জন্য নানান আয়োজন চলছে। আগামী সেপ্টেম্বরে একটি বিশাল কনসার্টেরও আয়োজন করছেন তারা। কয়েকদিন আগেও শিরোনামহীন পারফিউম নামে তাদের ৬ষ্ট এলবাম বের করেন।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech