ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মার্চ ৮, ২০২২
সিলেট নগরীর নাইওরপুলস্থ ওসমানী জাদুঘর পরিদর্শন করলেন দেশ বিদেশের পদস্থ সাতটি দেশের পদস্থ সেনা কর্মকর্তবৃন্দ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ওসমানী জাদুঘর পরির্দশন করেন পদস্থ এই সেনা কর্মকর্তাবৃন্দ। ওসমানী জাদুঘরে পৌঁছালে মহানগর দায়রা জজ আদালতের পিপি, ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্ট্রিটিউট এর চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান এম এ মালেক খান এবং জাদুঘরের সহকারী কীপার মো. জিয়ারত হোসেন খান ফুলের তোড়া দিয়ে দেশ বিদেশের পদস্থ সেনাবাহিনীর পরিদর্শক টিমকে স্বাগত জানান। সংক্ষিপ্ত আলোচনা ও পরিচিত পর্ব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এম এ মালেক খান। বঙ্গবীর ওসমানীর জীবনীর মূল প্রবন্ধ পাঠ করেন জাদুঘরের কর্মর্কতা সহকারি কীপার মো. জিয়ারত হোসেন খান। পরিদর্শন টিম ওসমানী জাদুঘরের বিভিন্ন গ্যালারীতে দৃশ্যমান নিদর্শন সমুহ ধারাবাহিকভাবে মনোযোগ সহকারে পরিদর্শন করেন। বঙ্গবীরের ব্যবহৃত সকল নিদর্শন সমুহের বিস্তারিত ব্যাখ্যা দিয়ে উপস্থাপন করেন ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের অন্যতম ট্রাস্টি ওসমানীর ভাতিজা এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী। জাদুঘরের পক্ষ থেকে সেনাকর্মকর্তাদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়। সেনাটিম লিডার য্দ্ধুাহত বীর মুক্তিযোদ্ধা এম এম মালেক খান, এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, জিয়ারত হোসেন খানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech