ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, আগস্ট ৪, ২০২১
সিলেটৈর নিউজ টুয়েন্টিফোরঃ
গুজবে কান দেবেন না সাবেক সফল অর্থামন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত মৃত্যুর খবর সত্য নয় গুজব। আলহামদুলিল্লাহ কিছুক্ষন আগে পররাষ্ট মন্ত্রী ও তাদের পরিবারের সাথে ফোনে আলাপ করে জানতে পেরেছি আল্লাহর মেহের বানীতে এবং সকলের দোয়ায় সাবেক অর্থমন্ত্রী মহোদয় আগের চেয়ে সুস্থ আছেন। তিনি আজ ক্রিকেট খেলার ম্যাচটি উপভোগ করেছেন। দয়া করে অযথা গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করবেননা। আল্লাহ যেন আমাদের প্রিয় অভিবাবককে সুস্থতা দান করেন এবং নেক হায়াত দান করেন। আমি ও আবারও বলছি সামাজিক যোগাযোগের মাধ্যমে মৃত্যুও সংবাদটি ভিত্তিহীন। বর্তমানে তিনি সিএমএইচে চিকিৎসাধীন আছেন এবং পূর্ববস্থা থেকে অনেক সুস্থ আছেন। আমি দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন আমাদের এ জাতীয় সম্পদ দেশবাসী সিলেটবাসীর অহংকার মুহিত সাহেবকে সুস্থময়ী করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন আমিন।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech