ঢাকা ২৭শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২
‘‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিভাগীয় কমশিনার ড.মুহাম্মদ মোশারফ হোসেন বলেছেন প্রশিক্ষিত যুবরাই দেশের প্রাণশক্তি। দেশের উন্নয়ন ও অগ্রগতেিত যুবদের ভূমকিা অগ্রগণ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদশে আজ বিশ্বের বুকে উন্নয়ন সম্ভাবনার দেশ। এই উন্নয়ন সম্ভাবনাকে কাজে লাগাতে যুবকদের প্রশিক্ষণ গ্রহণরে মাধ্যমে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে দেশসেবায় আত্মনেিয়াগ করতে হবে। বর্তমান সরকার যুব সমাজকে কাজে লাগাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে। আগামীর সমৃদ্ধ বাংলাদশে গঠনে সঠিক পরকিল্পনা গ্রহনের মাধ্যমে দেশেরে উন্নয়নে সকলকে এগেিয় আসার আহ্বান জানান তিনি ।
বুধবার (১ নভম্বের) বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দবিস-২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধদিপ্তর সিলেটের উদ্যোগে আয়োজতি আলোচনা সভা, সনদপত্র প্রদান ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী. মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিত কুমার সিনহা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারী উন্নয়ন যুব সংস্থার সভাপতি, সিটি কাউন্সিলর নাজনীন আক্তার কণা, সিলেট বিভাগীয় যুব উন্নয়ন ফোরামের সভাপতি যুব সংগঠক আফিকুর রহমান আফিক, প্রযুস এর সভাপতি মোঃ জামাল খান, হলি আর্ট যুব সংস্থার সভাপতি আশরাফ আহমদ, যুব পদকপ্রাপ্ত, সফল আতœকর্মী ফরিদা আলম প্রমুখ।
জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত এর সঞ্চালনায় অনুষ্ঠানে বায়তুল আমান জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা মিসবাউল ইসলামের পবিত্র কোরআন তেলায়াত ও বিজয় চন্দ্র দাস এর গীতা পাঠের মাধ্যমে সূচতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধদিপ্তর সিলেটের উপ-পরচিালক মো. আলাউদ্দিন।অনুষ্ঠানে সিলেটের ৩০ জনকে প্রশক্ষিণ সনদপত্র এবং ১০জন উদ্যোক্তাকে যুব ঋণের চেক প্রদান করা হয়।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech