ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১
সিলেট জেলা আইনজীবি সমিতি নির্বাচনকে কেন্দ্র করে সাজ সাজ রব বইছে আদালতপাড়ায়। নিজেদের পছন্দমতো প্রার্থী বেছে নিতে মুখিয়ে আছেন আইনজীবিরা। প্রার্থীরাও প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন। এবারের নির্বাচনে সভাপতি পদে অংশ নিচ্ছেন সাবেক তুকোড় ছাত্রনেতা, সিলেট জেলা বারের বিজ্ঞ আইনজীবি,সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, এবং সিলেট জজ কোর্টের মানব পাচার অপরাধ দমন ট্রাইবুনাল এর স্পেশাল পিপি সবার পরিচিত মুখ শাহ মো. মোসাহিদ আলী । তিন দশকেরও বেশি সময় ধরে আইন সেবা দিয়ে যাওয়া শাহ মোসাহিদ আলী বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাঁর ভক্ত-অনুরাগীরা। দলমত নির্বিশেষে সকলের কাছে গ্রহণযোগ্য শাহ মোসাহিদ আলী এরই মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছেন সবার কাছ থেকে। সময়োপযোগী, জনবান্ধব আইনজীবী সমিতি গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন। নিজ অভিজ্ঞতার আলোকে তিনি চাইছেন নিজের সবটুকু নিংড়ে দিয়ে সাধারণ আইনজীবিদের পাশে থাকতে।
একাধিক আইনজীবির সাথে কথা বলে শাহ মোসাহিদ আলী সম্পর্কে পাওয়া যায় ইতিবাচক তথ্য। তাঁরা জানান, অত্যন্ত বন্ধুবৎসল, আন্তরিক ও পরোপকারী হিসেবে তাঁর বেশ খ্যাতি রয়েছে ।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech