ঢাকা ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩
সিলেটের নিউজ টুয়েন্টিফোরঃ
সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদ এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সমেম্মলন কক্ষে অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদ এর আহবায়ক মাহবুবুর রহমান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব এডভোকেট মোহাম্মদ আবুল ফজল এর পরিচালনায় বক্তব্য রাখেন কর আইনজীবী সমিতির সভাপতি এম ই এম ইকবালুর রহমান এডভোকেট, কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলীম পাঠান এডভোকেট,বিধুভূষন ভট্রাচার্য, আশরাফুল ইসলাম, আনিসুজ্জামান, আয়কর আইনজীবী সিরাজুল হোসেন আহমদ, মকবুল হোসেন এডভোকেট, মোহাম্মদ শফিকুল ইসলাম এডভোকেট, বিভৎসু চক্রবর্তী বিভূ, মগনু মিয়া এডভোকেট, মৃত্যুঞ্জয়ধর ভোলা এডভোকেট,আয়কর আইনজীবী বদরুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা সিলেট বিভাগীয় কর আইনজীবী সমন্বয় পরিষদের কার্যক্রম গতিশীল করার লক্ষে সিদ্ধান্ত গৃহিত হয় এতে জেলা কর আইনজীবীদের পর্যায়ক্রমে কর্মশালা আয়োজন করা হবে
। আগামী দিনে বর্তমান নতুন আয়কর আইন ২০২৩ এর আলোকে আইনজীবীরা
যাতে কর দাতাদের স্বার্থ রক্ষা করতে পারে এবং করদাতাদের স্বার্থে সিলেটে আপিল ট্রাইবুনাল স্থাপনের জন্য কর্তৃপক্ষের বরাবরে আবেদন জানানো হবে।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech