ঢাকা ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২২
সিলেট সদর উপজেলার টুলটিকর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ৩ ডিসেম্বর সোমবার সন্ধায় বালুচরস্থ এডভোকেট হাবিবুর রহমান এর বাসার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। টুলটিকর ইউনিয়ন বিএনপির আহবায়ক এম এ রহিম এর সভাপতিত্বে ও টুলটিকর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মো. জমির উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
বক্তব্যে তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের অপশাসনে অতিষ্ঠ জাতি মুক্তির প্রহর গুণছে। ফ্যাসিস্ট সরকার দেশে আরেকটা পাতানো নির্বাচনের ষড়যন্ত্র করছে। নিরপেক্ষ সরকার ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা। স্বৈরাচারী সরকারকে বিদায় করতে প্রয়োজন শক্তিশালী তৃনমূল বিএনপি। এজন্য দলের সকল স্তরের ত্যাগীদের নেতৃত্বে প্রতিষ্ঠিত করতে কাউন্সিলের বিকল্প নেই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য এডভোকেট হাবিবুর রহমান, সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল।
আরও বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ভিপি মাহবুবুল হক চৌধুরী, জেলা কূষক দলের আহবায়ক শহিদ আহমদ, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আ.ফ.ম কামাল, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মুহিব, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আল মামুন খান, সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান চৌধুরী, শাহবুদ্দিন সাবু, ফজলুল হক চৌধুরী, নজরুল ইসলাম, ইউনুছ আলী, সুমন আহমদ, রিয়াজ আহমদ, লাহিন আহমদ, ফয়সল আহমদ, রুকনুজ্জামান, মজিবুর রহমান লালন প্রমুখ।
দ্বি- বাষিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম তারেক কালাম । কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এম এ রহিম কে সভাপতি, মইন উদ্দিনকে সিনিয়র সহ-সভাপতি, মো.জমির উদ্দিনকে সাধারণ সম্পাদক, খবির আহমদ নুনুকে যুগ্ম সম্পাদক ও আব্দুল মুকিতকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে টুলটিকর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech