ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২
হবিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৪ ফ্রেব্রুয়ারী) বিকেলে সমিতির অস্থায়ী কার্যালয়ে প্রায় ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম, সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা.শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এসোসিয়েট প্রফেসর ডা.এসএম হাবিবউল্লাহ সেলিম, শওকত হোসেন রিপন, গাজী আব্দুল মাবুদ মমশাদ, যুগ্ম সম্পাদক অধ্যাপক একে এম মাহমুদুল আলম মারুফ, সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোস্তাকিম আহমদ কাওছার, অর্থ সম্পাদক হুসেন আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাবিবুর রহমান,কার্যকরী সদস্য শামীম রশিদ চৌধুরী, মাসুদ আহমদ প্রমুখ।
বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, প্রতি বছরের ন্যায় এবারও অসহায় মানুষে পাশে দাঁড়িয়েছে হবিগঞ্জ সমিতি সিলেট। দুঃস্থ অসহায় সমাজের একটি অংশ। তাদেরকে বাদ দিয়ে একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাষ্ট্রকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিতে তৃণমুল পর্যায়ে অসহায়, প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ অসহায়দের জীবনমান উন্নয়নে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech