ঢাকা ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২
সিলেটে মহানগরীতে বসবাসরত হবিগঞ্জ জেলার বাসিন্দাদের সমন্বয়ে গঠিত ‘হবিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে আলোচনা সভা, দো’আ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর মানিকপীর রোডস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এ ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। সমিতির সভাপতি ও সমাজসেবা অধিদফতরের সাবেক উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালামের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক আবু তাহের চৌধুরীর পরিচালনায় পুূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সভায় সম্মানিত অথিতি হিসাবে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের প্রাপ্তন প্রিন্সিপাল অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সমিতির সাবেক সভাপতি, ও উত্তরা ব্যাংকের প্রাপ্তন ডিজিএম আবু মোহাম্মদ আব্দুল হান্নান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডীন অধ্যাপক ড.শাহাবউদ্দীন আহমদ, মাধবপুর সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান,সমিতির উপদেষ্টা এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, সিলেটের বিশেষ পুলিশ সুপার এম এ ওয়াহাব,সমিতির উপদেষ্টা ডাঃ শ্রী বীরেন্দ্র সুত্রধর, সমিতির উপদেষ্টা অধ্যাপক শওকত আলী, গনফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এডঃ আনসার খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালেহউদ্দিন, সমিতির উপদেষ্টা অধ্যাপক ডাঃ দীপেন্দ্র নারায়ন দাস, সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ চৌধুরী, সহ-সভাপতি প্রাপ্তন সিটি কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, সহসভাপতি অধ্যাপক ডাঃ হাবিবউল্লাহ সেলিম, সহ-সভাপতি অধ্যাপক শওকত হোসেন রিপন সহসভাপতি ও জালালাবাদ গ্যাসের জিএম শহিদুল ইসলাম শামীম, সহসভাপতি আবুল খায়ের আজাদ শিপার, সহসভাপতি দেওয়ান গাজী আবুল মামুদ মামশাদ,যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মাহবুবুল হাসান মারুফ,যুগ্ম সাধারন সম্পাদক অনুপ কুমার দাস,কোষাধ্যক্ষ হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া, সহ-সাংগনিক সম্পাদক এডঃ মোস্তাকিম আহমদ কাওসার, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশান জেবীন রুবা, প্রচার সম্পাদক হাবিবুর রহমান,ক্রীড়া সম্দাদক গিয়াস উদ্দিন, সদস্য ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সদস্য আব্দুল কুদ্দুস, সদস্য নজির আহমদ, সদসয় নুরুল হক,সদস্য সালেহ আহমদ ছৌধুরী, নবীগঞ্জ কলাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল ও কার্যকরি সদস্য ও সিলেট জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী।
সভায় বক্তারা বলেন, রমজান মাস তাকওয়া অর্জনের মাস। মানুষের আত্মশুদ্ধির প্রয়োজনে রমজান মাসের গুরুত্ব অপরিসীম। এ মাস অত্যান্ত ফজিলতের মাস। এ মাসে সিয়াম সাধনার মাধ্যমে মহান আল্লাহতায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য সকলকে প্রচেষ্টা চালাতে হবে। রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান মাসের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে।
সভাপতির সমাপনী বক্তব্যে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম ইফতার মাহফিলে আগত সমিতির সদস্যবৃন্দ ও অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। সভা শেষে রমজানের তাৎপর্য তুলে ধরে দো’আ পরিচালনা করেন মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী ও শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা শফিউল ইসলাম চৌধুরী।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech