ঢাকা ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৬
প্রথম বাংলা : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা মামলায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।আজ বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাজ্জাদুর রহমানের আদালত এ জামিন নাকচ করেন।সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আজাদ রহমান জামিন নামঞ্জুরের বিষয়টি বাংলানিউজকে জানান।এ মামলায় বুধবার পুলিশি প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু প্রতিবেদন না আসায় আগামী ২৩ অক্টোবর নতুন দিন ধার্য করেছেন আদালত।দুই দফায় ১৬ দিনের রিমান্ড শেষে হাসনাত বর্তমানে কারাগারে আটক আছেন। হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার মামলায় গত ১৩ আগস্ট থেকে আটদিনের রিমান্ডে ছিলেন হাসনাত করিম। এর আগে ০৪ আগস্ট থেকে তাকে আরও আটদিনের রিমান্ডে নেওয়া হয় ৫৪ ধারায়। ওই ১৬ দিনে হাসনাতকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। হাসনাত করিম ও কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র তাহমিদ খানকে গত ০৩ আগস্ট রাতে গুলশান ও বারিধারা এলাকা থেকে আটক করা হয়। পরদিন ০৪ আগস্ট দুপুরে তাদের ৫৪ ধারায় গ্রেফতার দেখানো (শ্যো’ন অ্যারেস্ট) হয়। গত ১৩ আগস্ট গুলশান হামলার মামলায় গ্রেফতার দেখানো হয় হাসনাত করিমকে। তাহমিদ এখনও ৫৪ ধারায় কারাগারে আটক আছেন। তাকে দুই দফায় ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।গত ০১ জুলাই ওই রেস্টুরেন্টে হামলার পর ভোরে সপরিবারে বাইরে বের হয়ে আসেন বেসরকারি নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। আর তাহমিদ খানকে কমান্ডো অভিযানের সময় বের করে আনা হয়।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech