ঢাকা ৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৪ হিজরি
প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহিলা পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শাড়ী ও ধূতি উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরীর মির্জাজাঙ্গাল রাজাবাড়ি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুজিউর মন্দিরে ১৫০টি পরিবারের মধ্যে শাড়ী ও ধূতি উপহার বিতরন করা হয়। সিলেট জেলা শাখার সভাপতি মনি রানী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৃঞ্ষা চক্রবর্তীর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন মহানগরের আহবায়ক বাপ্পি দাশ, সদস্য সচিব সোমা রায়, জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পলাশী মজুমদা, সহ-সভাপতি মাধবী ভট্রাচার্য, নির্বাহী সভাপতি রীনা তালুকদার, হিন্দু পরিষদ জেলা শাখার সভাপতি দিপক রায়, মহানগরের সভাপতি নির্মলেন্দুু চৌধুর পান্না, জেলা প্রধান সমন্বয়কারী রতন দে, সিনিয়র সহ-সভাপতি নিবারন দে, জেলা সহ সভাপতি ডাঃ অনিমাংসু দে, মহানগরের সহ-সভাপতি স্বপন দে, জো¯œা মালাকার, জুই তালুকাদার, বর্না রানী দত্ত, রুমা দত্ত, মুন্না সরকার, শিল্পী পাল, কান্তা রায়, সুমি সাহা, সুমিত্রা, ছবি চক্রবর্তী, অপু ঘোষ, শঙ্করী দেব, চন্দনা আচার্য, সুমা দে, বিউটি মজুমদার, আচার্য, ললিতা গুণ, সুমি সাহা, লিপি মজুমদার, শীপা চক্রবর্তী প্রেস-বিজ্ঞপ্তি।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech