ঢাকা ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
প্রকাশিত: ৩:৪১ পূর্বাহ্ণ, আগস্ট ১৪, ২০২৩
মহানগর দায়রা জজ আদালতের পিপি, নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ নওসাদ আহমদ চৌধুরী ১৫ ই আগস্ট নিয়ে এক প্রেস-বিজ্ঞপ্তিতে বলেন, পরাধীনতার প্রাচীর ভেঙে বাঙালি জাতিকে মুক্তির স্বাদ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির মুক্তির জন্য দীর্ঘ ২৩ বছর কারাবন্দি ছিলেন বাঙালি জাতির কর্ণধার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু আমরা তার যথাযথ সম্মান দিতে পারিনি! অকৃতজ্ঞ জাতি তাকে স্বাধীন বাংলার প্রকৃতির স্বাদ বেশি দিন উপভোগ করতে দেয়নি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে বঙ্গবন্ধুকে হত্যা করে। বর্তমান তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে, জানাতে হবে।
আগস্ট মানেই বাঙালি জাতিকে স্মরণ করিয়ে দেয় শোকের ছায়া, আর শোক মানেই কাউকে হারানোর বেদনা। প্রতি বছর আগস্ট মাস এলেই প্রগতিশীল, স্বাধীনতায় বিশ্বাসী প্রতিটি বাঙালির মনে নানা ঘটনা ঘুরপাক খায়। বাঙালির ইতিহাসে কলঙ্কিত এক অধ্যায় সূচিত হয়েছে এ আগস্ট মাসে। ইতিহাসের দীর্ঘ পথ পেরিয়ে বাঙালি জাতি সে নিষ্ঠুর হত্যার বিচারের রায় কার্যকরের মাধ্যমে কলঙ্কমুক্ত হলেও ঘাতকদের বিরুদ্ধে তীব্র ঘৃণার চেতনাকে নতুন করে জাগিয়ে তোলে এ মাস। এদিনে ক্ষমতালোভী কিছু পাষ-, বর্বর, অসভ্য, জানোয়ার সেনা অফিসারের হাতে সপরিবারে নিহত হয়েছিলেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতি বছরের এদিন বাংলাদেশের জন্য জাতীয় শোকের দিন। বাংলার ইতিহাসে এমন ভয়াবহ কলঙ্কিত ইতিহাসের দিন আর কখনো আসেনি, বোধকরি আসবেও না। ১৫ আগস্টের ভোররাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে হারানোর ক্ষতি আজীবন এ জাতিকে বহন করতে হবে।
চেয়ারম্যানঃ নারী নেত্রী বিলকিছ নূর
সম্পাদক ও প্রকাশকঃ এম ইজাজুল হক ইজাজ
অফিসঃ বালুচর সিলেট
ই-মেইল ezazjournalist@gmail.com
ezazulpress@gmail.com
Mobil. 01712873715
Design and developed by AshrafTech