খাদিমপাড়ার উত্তর পীরেরচক গ্রামে রাতের অন্ধকারে টিলা কাঁটার মহোৎসব কর্তৃপক্ষ নির্বিকার

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২১

খাদিমপাড়ার উত্তর পীরেরচক গ্রামে রাতের অন্ধকারে  টিলা কাঁটার মহোৎসব কর্তৃপক্ষ নির্বিকার

শাহপরাণ (রহঃ) থানাধীন ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের উত্তর পীরেরচক (কুশিরগুল) গ্রামে আটগাঁও মৌজার এস.এ জরিপী ৯০২ ও ৯৫৫নং দাগের ভূমি হইতে রাতের অন্ধকারে বেআইনী ভাবে টিলার মাটি চুরি বিক্রি ও স্থানান্তর করা হচ্ছে। স্থানীয় সন্ত্রাসী ১। ইছরাব আলী ২। চেরাগ আলী পিতা মৃত মোঃ মনফর আলী ৩। ছয়ফুল আলম সুফিয়ান পিতা মৃত আব্দুর রশিদ অবৈধ ভাবে টিলার মাটি চুরি করে বিক্রি করিতেছেন। এবং ৪। সাদন মিয়া পিতা মৃত মাকু মিয়া তাহার অপকর্মের সহযোগীগণের সহযোগীতায় রাতের অন্ধকারে উল্লেখিত দাগের ভূমি টিলার মাটি চুরি করে বিক্রি করিতেছেন এবং তাহাদেরকে এ কাজে সহযোগীতা করছে সাবেক ইউ/পি সদস্য সাইদুর রহমান এনাম। প্রায় অর্ধশত ট্রাক দিয়ে রাতের অন্ধকারে টিলার মাটি স্থানান্তর করায় পীরেরচক গ্রামের জনসাধারণের চলাচলের রাস্তা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ ও লোক চলাচলের অনুপযোগী হওয়ায় ভূক্তভোগী জনসাধারণ বিষয়টি স্থানীয় ইউনিয়ন ভূমি অফিস এর কর্মকর্তা, থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাগণকে অবহিত করিলেও অজ্ঞাত কারণে তাহারা নীরব দর্শকের ভূমি পালন করায় এবং ভূক্তভোগী স্থানীয় লোকজন ও সাবেক ইউ/পি সদস্য হাবিবুর রহমান মঈন এর পুত্র সেনাজ মিয়া বেআইনী ভাবে টিলার মাটি চুরি করে বিক্রি ও স্থানান্তরে বাঁধা আপত্তি করিলে তাহারা নানা ভাবে সেনাজ মিয়া গং আপত্তিকারীগণকে হয়রানী ও ক্ষতিগ্রস্থ করার হুমকি প্রদান করে বলেন পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণকে ম্যানেজ করে তাহারা মাটি বিক্রি ও স্থানান্তর করিতেছেন কেহ বাঁধা আপত্তি দিয়ে কোন লাভ হবে না। অবৈধ ভাবে টিলা কাঁটা রোধকল্পে উল্লেখিত ব্যক্তি ও তাহাদের অপকর্মের সহযোগীগণের বিরুদ্ধে মোবাইল মাধ্যমে জরুরী ভিত্তিতে আইনানুগ যথাযথ গ্রহণের জন্য ভোক্তভোগী ও এলাকার অধিবাসীগণ দাবী জানিয়ে সহকারী কমিশনার (ভুমি) সদর সিলেট, থানা নির্বাহী কর্মকর্তা সদর সিলেট, জেলা প্রশাসক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সিলেট, পরিচালক পরিবেশ অধিদপ্তর সিলেট সহ সংশ্লিষ্ট সকল উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করিয়াছেন। দোষীদের চিহ্নিত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে গতকল্য ২৭-০৯-২০২১ইং রোজ সোমবার দিবাগত রাত্রে উল্লেীখত ব্যক্তিগণ সিলেট মেট্রো-ড-১১-০০৫৬, সিলেট মেট্রো-ড-১১-৩৩৫৬, সিলেট-ড-১১-৫২৯ ও চট্ট মেট্রো-২৫-৪৩ গাড়ী সহ প্রায় অর্ধ শতাধিক গাড়ী দিয়ে মাটি চুরি ও স্থানান্তরের ভিডিও আলোকচিত্র সংযুক্ত।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares