জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা

প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২২

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের আলোচনা সভা

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১টায় সিলেট জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিকৃতিতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তওহীদ ফিতরাত হোসেন এর নেতৃত্বে সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দুপুর ১২টায় সিলেট নগরীর পুরানলেনস্থ সমবায় ভবনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন সহ-সভাপতি এস.এম জহুরুল ইসলাম, নাঈম কোরেশী পলাশ, এম ইজাজুল হক ইজাজ, বিষু দেবনাথ, সাধারণ সম্পাক ডা. আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক এম. হাফিজুল ইসলাম লস্কর, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ হান্নান শিপন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তাজ উদ্দিন, দপ্তর সম্পাদক শহিদ আহমদ খান সাবের, সম্মানিত সদস্য কবি ধ্রুব গৌতম, অনলাইন সংবাদকর্মী আলমগীর আলম।
সভায় হাফিজুল ইসলাম লস্করের পরিচালনায় ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ শাহাদত বরণকারীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। সেজন্য জাতির পিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। ৭৫’র ১৫ই আগস্ট এ দিনে বঙ্গবন্ধু সহ পরিবারের ১৮ জন সদস্য নিহত হন। ষড়যন্ত্রকারী ঘাতকদের উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আধুনিক উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares