দিরাইয়ে প্রবাসীকে প্রাননাশের হুমকি

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২১

দিরাইয়ে প্রবাসীকে  প্রাননাশের হুমকি

দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের হাতিয়া গ্রামের জার্মান প্রবাসী আব্দুল আহাদকে প্রাননাশের হুমকি দিয়েছে দূর্বৃত্তরা। এ ঘটনায় ১ম দিরাই থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগ নং ৬৮২/ ১৪/০৯/২০২১ ইং। প্রবাসীর ছোট ভাই মোঃ ইমদাদ হোসেন থানায় এ অভিযোগ করেন। পরবর্তীতে মোঃ ইমদাদ হোসেন সুনামগঞ্জ জেলায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন যার নং-৬৩/ ফৌজদারী কার্যবিধি ১০৭ ধার।
জানা গেছে, প্রাননাশের হুমকিকারীরা বহুল আলোচিত জারলিয়া জলমহাল এর ত্রিফল হত্যা মামলার আসামী । বিবাদীগণ একই গ্রামের বাসিন্দা আশিক মিয়া, ফুল মিয়া, আলকু মিয়া, লিটন মিয়া, অভি মিয়া, কাজল মিয়া, সুমন মিয়া, সুজন মিয়া, কামরুল হাসান রাব্বি হাতিয়া গ্রামের বাসিন্দা। উল্লেখ্য যে ইমদাদ হোসেন সহ তাদের ভাইয়েরা বেশীর ভাগ বাহিরে থাকেন। ইমদাদ হোসেন এর বড় ভাই প্রবাসী আব্দুল আহাদ দীর্ঘদিন পর দেশে আসিলে বাড়িতে আসায় কিছু মিষ্টি বিতরণ করা কালীন সময়ে পৃর্বাক্রোশে জেরে পরিকল্পিত ভাবে বিবাদগণ দেশীয় অস্ত্র সস্ত্র যেমন রামদা, লোহার রড, কাঁেঠর রুইল, বাশের লাঠি ইত্যাদি অস্ত্র সস্ত্র নিয়া ঘঠনার দিন ও সময়ে ঘঠনাস্থলে আসিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে । এতে ইমদাদ হোসেন প্রতিবাদ করিলে দূবৃত্তকারীরা প্রকাশ্যে প্রাননাশের হুমকি দেয়। তাদের বাড়ির সামনে সরকারি ব্রিজের উপর দিয়ে চলাফেরা করতে হয়। এতে ইমদাদ হোসেন ও তাঁর পরিবার আতংকিতবস্থায় দৃবৃত্তরা সাবেক চেয়ারম্যান আহাদ মিয়ার ভাই ভাতিজা যেকোন সময় সরকারী ব্রিজের উপর রাস্তায় চলাচলে আটকে মারধর করতে পারে। প্রশাসনের দৃষ্টি কামনা করছেন ইমদাদ হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares