নবীগঞ্জে ফ্রি -বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প// এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে বিশ্বমানের মডেল হাসপাতাল চালু করা হবে ———প্রফেসর ডাঃ খালেদ মোহসীন

প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২২

নবীগঞ্জে ফ্রি -বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প//  এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত     করতে বিশ্বমানের মডেল হাসপাতাল  চালু করা হবে  ———প্রফেসর ডাঃ খালেদ মোহসীন

এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক এমএজিওসমানী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এম এ খালেক স্মুতি স্বাস্থ্যকেন্দ্র আয়োজিত বিজয় মাস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর সহযোগিতায় ৩০ ডিসেম্বর শুক্রবার হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাধীন শিবগঞ্জ বাজারস্থ ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ দিনব্যাপি হৃদরোগ চিকিৎসাসহ এক ফ্রি-মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় । স্থানীয়ভাবে এ মেডিকেল ক্যাম্পের ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করেন নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট।
নবীগঞ্জ উপজেলায় বৃহৎ পরিসরে অনুষ্ঠিত এ ফ্রি-মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ দিনব্যাপি সমাজের সুবিধাবঞ্চিত প্রায় ৫শ’ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। নবীগঞ্জ উপজেলা ছাড়াও পার্শ¦বর্তী বানিয়াচং ও বাহুবল উপজেলা থেকেও দরিদ্র রোগীরা এ ফ্রি-মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা সেবা লাভ করেন।
এ উপলক্ষে ‘অধ্যাপক ডা. এম এ খালেক স্মৃতি স্বাস্থ্যকেন্দ্রে’ এর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ কল্যাণ সমিতির সিলেট এর সভাপতি ছালেহ আহদ চৌধুরীর সভাপতিত্বে এবং নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা.খালেদ মোহসীন। বক্তব্যে তিনি বলেন হবিগঞ্জের সব রোগী যাতে এম এ খালেক স্মৃতি স্বাস্থ্য কেন্দ্রে সর্বাধুনিক চিকিৎসা সেবা পান তা নিশ্চিত করতে শিগগিরই ডায়ালজিস্ট সেন্টার চালু করা হবে। হবিগঞ্জ এ ধরনের হাসপাতাল এই প্রথম। সবার সহযোগিতায় উন্নত নিশ্চিত করাসহ বিশ্বমানের মডেল হাসপাতাল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। সভায় রোগীদের সুবিধার্থে চিকিৎসা সেবার পরিধি আরও বৃদ্ধি এবং মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিভাগ খোলা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় বক্তব্য রাখেন, একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সিলেটের রিজিওনেল ম্যানেজার বিপ্লব চন্দ চৌধুরী, এডভোকেট মফিজুর রহমান, হাফিজ মৌলানা শফিউল ইসলাম চৌধুরী, একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর নবীগঞ্জ এরিয়া ম্যানেজার খাইরুল আমিন, ডা. শাহ আজাদ আলী সুমন, সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ

shares