বিয়ানীবাজারে প্রবীণ আওয়ামীলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

প্রকাশিত: ৫:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২৭, ২০২২

বিয়ানীবাজারে প্রবীণ আওয়ামীলীগ নেতার বাড়িতে সন্ত্রাসী হামলা

বিয়নীবাজার উপজেলা আওয়ামীলীগের সাবেক উপদেস্টা মন্ডলীর সদস্য ও আলীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বিয়ানীবাজার উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের স্বনামধন্য দলিল লেখক, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সদস্য, চন্দ্রগ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি এবং নবীব আলী কলেজের সহায়মূলক সদস্য জননেতা মৃত আব্দুল জলিল এর বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গত রোববার সকালে বিয়ানী বাজার উপজেলার আলী নগর ইউনিয়নের চন্দ্র গ্রামে এই সন্ত্রাসী হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেছে।
দুর্দিনের আওয়ামীলীগের প্রবীণ নেতা আব্দুল জলিল এর সহধর্মিনী মনোয়ারা বেগম জানান, গত রোববার তাদের বাড়ির পুরনো দেয়াল উচু করতে গেলে তাদের প্রতিবেশী হাজী শফিক আলীর ছেলে বাহার উদ্দিন, বাহার উদ্দিনের ছেলে সজিব ও সাকিব, বাহার উদ্দিনের স্ত্রী, বাহার উদ্দিনের বোন মিতা, আফিয়া, বাহার উদ্দিনের চাচা মৃত হাজী হাফিজ আব্দুল জব্বারের স্ত্রী, ছোট ছেলে সেবুল, হাজি মৃত আব্দুল বশির এর ছেলে মজির উদ্দিন এর বোন জেনী বেগমসহ আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল দেয়াল নির্মানে বাধা দেয়। হাজী শফিক উদ্দিন এর উস্কানীতে সংঘবদ্ধ ভাবে ৩০-৩২ জন মিলে মৃত আব্দুল জলিলের বাড়িতে হামলা করে । আব্দুল জলিল এর বাড়ির জমি জবরদখল করে রাখে শফিক গংরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে বাড়িতে ঘর-বাড়ি ভাংচুর করেছে বলে ভূক্তভূগী মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামী পরিবার জানায়।

এ সংক্রান্ত আরও সংবাদ

shares